আমাদের কথা খুঁজে নিন

   

শিহরন

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

নব শিহরনে পশ্চাদপদ ঘন কুয়াশা তিথির অতিথির বালিশের তলে নগ্ন পান্ডা অতিরঞ্জিত সেই সব আধার কালো ভোর আবোল তাবোল স্পর্শকাতর অনুভূতি হারিয়ে যাবার মধ্যমনি পোড়া কপাল জানালার গ্রীল ধরে উদার মনের নষ্ট বালিকা তপ্ত হয় এর ওর নিবির আলিঙ্গনে; নষ্টামীর শেষ অধ্যায়। বলতে গিয়েও বলা হয়না শেষ অবধী শুনতে গিয়ে চোখ ছানাবড়া; হাসা হয়না; কাঁদাও এই তো সে, আমি; সামনে আমাদের অনাগত ভবিষ্যত পাখিহীন আধার কালো ভোরও সকাল হয় সহবাস করে দুপুরের রোদে; ঘাম মোছায়; রাতের অপো পিচ ঢালা পথে শুয়রের হাক ডাক; কলকলানী সবই দেখা হয়; কিছু বলা হয়না; যায়না। উর্দ্ধ-অঃধর মাঝ পথে গরম বাতাস বেলুন বন্দি করার মিথ্যা প্রায়স; অকারনে; শিহরন ভূলতে চেয়েও ভোলা হয়না মাঝেমাঝে; আরো কাছের অন্ধগলি বিভেদহীন সে আর আমি আর আমাদের জন্মহীন ভালোবাসা অজানা পথের কোনে নষ্ট যুবকের অসহ্য নষ্টামী মানা যায়না; বলা যায়না; সহ্য করা যায়না; কোন কিছুই অবহেলায় বিলিয়ে দেয়া তারে অমৃতের সুধা। আজো সেই কারনহীন অকারন বয়ে চলা; মিছেমিছি! দূরে সরিয়ে নেয়া নিজেকে নিজের কাছ থেকে এটাই হয়তো বাঁচার পথ; নতুন জীবন; স্বপ্ন; দুঃস্বপ্ন মাঝখানে আমি আর আমার অসহ্য ঘ্যানঘ্যানানী মেনে নেয়া সব অপরাধ নিঃশর্তে; ভাবা যায়! ঝরে পড়া গাছের মগডালে আবার নতুন পাতার হাতছানি বিলিয়ে দেয়া জীবন আবার নতুন করে বিলানো শুরু। শূন্য হাতে না ফেরার প্রত্যাশা; কান্ডারী পতনের পূর্বাভাষ অবনীর বন্ধনে সীমাহীন কুৎসা; ছন্দহীন বাক্যালাপ ছুটতে ছুটতে মাঝপথে পথ হারিয়ে ফেলার মিথ্যে বাসনা রক্ত রাঙ্গা আমার বুটের নরম অস্পর্শ পদতল হারিয়ে যায়; হাঁপিয়ে যায়; সব নিষ্ঠুরতাকে ছাপিয়ে কোলাহল শেষে আবার নিশ্চুপ হয় চারিধার বাতি বন্ধ হয়; পৃথিবীরও; আমারও। অন্ধকারের আধার কালো উপহাস করে অজস্রবার বলতে না চেয়েও যে কথা বলে ফেলে বারবার বুঝতে চেয়েও তা বোঝা হয়না; অথবা না বোঝাই দরকার ঘন্টা বাঁধা ধূষর গাধার গলা থেকে ঘন্টা খোলার পায়তারা পাছে যদি প্রকাশ পায় নব শিহরন; নতুন অশ্লীলতা; ভালোবাসা যদি নিজেকে আবার হারিয়ে ফেলতে হয় নিজের বাইরে যদি সত্যি আবার সব চেটে পুটে খেয়ে ফেলে নষ্টজীবন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।