আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোন নিয়ে দারুন একটি দেশী ওয়েব পেইজ, পেছনের কারিগর/গনকে ধন্যবাদ!

যা ভালবাসি তা নিয়ে পথ চলতে চাই... ফেইসবুকে ব্রাউজ করতে করতে এক গ্রুপের ওয়ালে লিংকটি পেলাম, লিঙ্কটি দেখে দেশী সাইট বুঝতে পারি নাই, কিন্তু মোবাইল বিষয়ক সেইটা লিঙ্কের ছবি দেখেই বুঝেছিলাম, পরে অবশ্য নামটি খেয়াল করলাম "মুঠোফোন", বেশ বুদ্ধিদীপ্ত নাম। লিঙ্কে গিয়ে বেশ অনেকক্ষন সময় পার হয়ে গেল, নানা রকম খবর, নানা ফোনের রিভিউ, ব্লগ, ফোন রাঙ্কিং, চলতি দাম, কেনা-বেচা সহ আরও অনেক কিছু... দারুন লাগলো ওয়েব পেইজটি। তবে আমার ধরণা সাইটি পুরোপুরি প্রস্তুত না এখনো। কিছু কিছু সুবিধা বন্ধ করা রয়েছে, যেমন- নিউজে কমেন্টস পোষ্টিং, রিংটোন, ছবি ডাউনলোড ইত্যাদি বন্ধ করা। সাইট'টি অনলাইনে আছে ২০০৮ থেকে, সেটাই লিখা দেখলাম।

হয়তো ডোমেইন নিবন্ধনের সময়কাল'টিও উল্লেখ করে দিয়েছেন। তারা এখনো টেষ্ট চালিয়ে যাচ্ছেন বলে আমার ধারণা। কিন্তু তারপরও আমার কাছে বেশ দারুণ লেগেছে তাদের রঙের ব্যবহার, উপস্থাপন, ফোন সংশ্লিষ্ট বিষয়ের সন্নিবেশন, ব্যবহারকারী জন্য উপযোগীতা...ইত্যাদি। এখন অনলাইনে ফোন বিষয়ক ওয়েব পেইজের ছড়াছড়ি, এমনকি মোবাইল ফোনের দেশী সাইটেরও অভাব নাই তারপরও তাদের এই প্রচেষ্ঠার জন্য ধন্যবাদ। আশা করবো তারা খুব সহসা সমস্ত সুবিধা গুলো দিয়ে সাইট'টি উন্মুক্ত করবেন।

সাইট'টির লিঙ্ক http://www.muthofon.com ইচ্ছা করলে ঘুরে আসবেন আর আমার পোষ্টি ভাল লাগলে দয়া করে লাইক দিবেন, আরো ভাল কিছু শেয়ার করার উদ্দীপনা পাব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.