আমাদের কথা খুঁজে নিন

   

শচীনকে নিয়ে সমালোচনা করা উচিত নয়: হি ইজ এ গ্রেট

গতকাল সংবাদ সম্মেলনে শচীনের ঈশ্বর উপাধির কথা মনে করিয়ে দিয়েছিলেন উপস্থিত এক মিডিয়াকর্মী। কিন্তু সাথে সাথেই তাকে বিনয়ের সাথে মনে করিয়ে দিলেন, আমি ঈশ্বর নই, আমি শচীন। আসলে কিছু সমালোচক শচীনের স্লো ইনিংস নিয়ে সমালোচনা করছেন। শচীনের এই ইনিংসের কারনে ভারতের রানটা কম হয়েছিল? ২৮৯ রান। কোন শক্ত দলের বিরুদ্ধে এই রানটা কোন দিনই তাড়া করতে পারে নি বাংলাদেশ।

তাই রানটা কোনভাবেই কম ছিল না। এর আগের খেলায় শ্রীলংকার মত দল ৩০৪ তাড়া করতে গিয়ে ৫০ রানে হেরেছিল এই ভারতের বিপক্ষেই। তাই শচীন সমালোচকদের বলছি, শচীনের সমালোচনা নয় বাংলাদেশের চমতকার ব্যাটিংকে প্রশংসা করুন। আর সমালোচনা করা যদি আপনার একান্তই অভ্যাস হয়ে থাকে তাহলে ভারতের দুর্বল বোলিং এর সমালোচনা করুন। এদের দুর্বলতার কারনেই শচীনের অনেক শতরান কলংকিত হয়েছে দলীয় পরাজয়ের অপবাদে।

শচীন নিজেই কাল বলেছেন, পরাজয়টা সবসময় নিজেদের খারাপ খেলার কারনে হয় না। বিপক্ষ দলের অসাধারন পারফর্মেন্স এর কারনেও হতে পারে। আজ তাই হয়েছে। বাংলাদেশের সাকিব, মুশফিক, তামিম ও নাসিরদের প্রসংশা করতে ভুলেন নি তিনি। শচীন ইজ এ লিজেন্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.