আমাদের কথা খুঁজে নিন

   

সংসদে ফিরছে বিএনপি

টানা ৮৩ দিন অনুপস্থিতির পর চলতি সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছে প্রধান বিরোধীদল বিএনপি। এ লক্ষ্যে আগামীকাল রোববার সংসদ ভবনে বিরোধীদলীয় নেত্রীর কার্যালয়ে বিকাল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ যাওয়ার বিষয়ে বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে জানিয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ১৮ মার্চ বিকাল ৪টায় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করবেন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি ও শরিক দলের সব সাংসদ সদস্যকে রোববারের সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠকে সংসদে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

একই সাথে দলের সংসদ সদস্যদের রোববার পর্যন্ত ঢাকায় থাকার নির্দেশ দেয়া হয়। বিএনপির একজন সিনিয়র সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে আজকালের খবরকে বলেন, রোববারই বিএনপি সংসদে যোগ দেবে। কারণ সোমবার ম্যাডাম চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাবেন। সুতরাং সংসদীয় কমিটির বৈঠকের পর বিকালেই সংসদে যাবে বিরোধী দল। সর্বশেষ গত বছরের ২৪ মার্চ খালেদা জিয়ার নেতৃত্বে সংসদের অষ্টম অধিবেশনে যোগ দেয় বিএনপি।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত টানা ৮৩ দিন ধরে অধিবেশনে অনুপস্থিত রয়েছেন বিরোধী দলীয় নেতা এবং তার দলের সদস্যরা। নিয়ম অনুযায়ী, সংসদ সদস্য পদ টিকিয়ে রাখতে হলে আর সাত কার্যদিবসের মধ্যেই তাদের অধিবেশনে ফিরতে হবে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী, টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে একজন সাংসদের সদস্য পদ শূন্য হয়ে যায়। এই প্রেক্ষাপটে ৯০ দিনের বাধ্যবাধকতার সময়ও ঘনিয়ে আসায় বিএনপি শিগগিরই সংসদে যোগ দিতে পারে বলে আলোচনা চলছে গত কয়েকদিন ধরে। আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই আগামীকালই সংসদীয় দলের সঙ্গে বসছেন খালেদা জিয়া।

এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিরোধীদলীয় চিফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংসদ যোগ দেওয়ার ইংগিত দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, রোববার আমাদের সংসদীয় দলের সভায় সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। সরকারকে বলবো, দয়া করে ওইদিনই নির্দলীয়-নিরপেক্ষ সরকারের বিল সংসদে উপস্থাপন করুন। দেশকে আর অনিশ্চিয়তা ঠেলে দেবেন না। হৃদয়ে বাংলাদেশ নামে একটি সংগঠন ‘রাজনৈতিক অপসংস্কৃতি রোধে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মেজর (অব.) হানিফের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নিলুফার ইয়াসমিন মনি এমপি, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.