আমাদের কথা খুঁজে নিন

   

রুয়েটে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু

রুয়েট প্রতিনিধিঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আবদুল আজিজ খান সজিব (২৫) বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে মারা গেছেন। নিহত সজিবের পিতার নাম আতাউর রহমান। তার গ্রামের বাড়ি ঢাকার সাভারে। তিনি রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের ভাই আলিম খান আমাদেরকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সকালে সজিবকে রুয়েটের ছাত্রলীগ কর্মীরা লাঠি ও লোহার রোড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষে বৃহস্পতিবার সাভারের হাবিব ক্লিনিকে সজিবকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে সে মারা যায়। রুয়েট উপাচার্য প্রফেসর সিরাজুল করিম চৌধুরী মিডিয়াকে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক।

সোমবার ছাত্ররা দু’গ্রুপে ভাগ হয়ে মারামারি করে। সেখানে দু’জন ছাত্র গুরুতর আহত হয়। এদের মধ্যে আজিজ মাথায় আঘাত পায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান,অতি দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, রুয়েট ছাত্রলীগ কর্মীদের মারামারির ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।