আমাদের কথা খুঁজে নিন

   

রুয়েটে একুশে উদযাপন (ছবি ব্লগ)

দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! রুয়েটে (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় / বিআইটি রাজশাহী) এইবার চমৎকার ভাবে উদযাপিত হল মহান ভাষা দিবস। গত বছরের প্রথম দিকে আমাদের দাবী ছিল ক্যাম্পাসে একটা শহীদ মিনার। সে দাবির প্রেক্ষিতে শহীদ মিনার নির্মাণের কাজ প্রায় শেষের পথে। সাধারণত আমাদের ক্যাম্পাসে অতীতে এত সুন্দর ভাবে ভাষা দিবস পালন করা হয়নি কিন্তু নতুন শহীদ মিনারের আনন্দে হয়ত এইবার সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করি। সুন্দর করে সাজানো হয় ক্যাম্পাসটাকে। নির্মানের পথে থাকা আমাদের শহীদ মিনারে ছবি মোমবাতি দিয়ে সাজানো হয় ক্যাম্পাসটা কে প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য ও উপ-উপাচার্য স্যারের ফুল প্রদান মেয়েদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী যথাক্রমে আমাদের যন্ত্রকৌশল ০৯ সিরিজ থেকে, রাজশাহী শহর পরিষদ থেকে ও শহীদ শহীদুল ইসলাম হলের পক্ষ থেকে ফুল প্রদান গত বছর গঠিত রুয়েট সাহিত্য সংঘের পক্ষ থেকে ফুল প্রদান আলপনা এবং জিয়া হলের ভিতরের দৃশ্য ফুলে ছেয়ে যাওয়া শহীদ মিনার আরও কিছু ছবি এবং সকাল বেলায় প্রায় সব গুলো হল, সংগঠন থেকে ফুল দেওয়া হয় আমাদের শহীদ মিনারে, বেশ সুন্দর ভাবে ভাষা দিবস পালন করতে পেরে গর্বিত। সেই সাথে আজকের দিনে সকলে শপথ করি শুধু শহীদ মিনারে ফুল দেওয়ার মধ্যে নয় সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষার চর্চার মধ্যে দিয়ে ভাষার প্রতি আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করব। ছবিগুলোর জন্য কৃতজ্ঞতা স্বীকার বন্ধু আরাফাত মুন্না , আবুল হাসান রক্সি ও ফয়সাল রহমান শাফি ভাই কে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।