আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু মারুফ হাসান স্বপন

যা ভাবি যতটুকু বুঝি অথবা আমার ভাবনাগুলি তুমি মৃত্যুঞ্জয়, তুমি শেখমুজিবর রহ্‌মান, বাংলার জন্মে তোমার পাহার সমান অবদান। তুমি না এলে বুঝতামনা স্বাধীনতার স্বাদ, তুমি না এলে উঠতোনা বিজয়ের চঁfদ। তুমি না এলে দামাল ছেলের রক্ত কোমলই থেকে যেত, টগবক রকতনা কোনদিন। তুমি না এলে অস্ত্র ধরতো না কেউ, কোন কৃষক, কোন যুবক বা কোন নারী, তুমি না এল শুধু অত্যাচারিত হত বাঙ্গালী, রুখে দাঁড়াতো না। তোমার আঙ্গুলের নাচন না দেখলে নাচতোনা মত যুদ্ধের নাচন।

তোমার আঙ্গুলে ঈশারা না হলে, চিনতাম না কোন সঠিক পথ, হারিয়ে যেতাম সমুদ্রগর্ভে। তোমার ব্যাঘ্র কণ্ঠ না শুনলে গর্জিয়ে উঠতনা বাঙ্গালী। তুমি ছিলে বলেইতো সাহস ছিল ওদের মনে হাসতে হাসতে প্রাণ দিয়েছে নির্ভেয়ে। তুমি ছিলেবোলেইতো ওরা লজ্জার বাঁধ ভেঙ্গেছিল, বিলিলে দিয়েছিল নুরজাহান, কুলসুমের শ্রেষ্ট সম্পদ, বিনিময়ে এদেশের মাটি করেছে খাঁটি। স্বাধীনতার টকটকে লাল সুর্য ছিনিয়ে এনেছে ওরা।

মৃত্যুতে এত আনন্দ জানতাম না। , তুমি যদি না-শেখাতে স্বাধীনতার স্বাদ। তুমি না এলে ঐ শিশুর মুখে ফুটতোনা স্নিগ্ধ হাসি, মনের সুখে রাখাল ছেলে বাজাত না বাঁশী। আমাদের কাছে ছিল যা তুমি না এলে হারিয়ে ফেলতাম সবই তা, আর ইচ্ছেমত লেখা হত না আমার এ কবিতা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.