আমাদের কথা খুঁজে নিন

   

আমি মুসলিম, আমার ধর্মানুভুতিতে আঘাত লেগেছে

অদেখা আকাশে হারিয়ে যাওয়া মেঘ আমি। আমি মুসলিম, আমার ধর্মানুভুতিতে আঘাত লেগেছে, যখন- - কাজী নজরুল "খোদার আসন আরস ছেদিয়া" বলেছে। - কেও মহানবী (সঃ) নিয়ে বাজে মন্ত্যব করেছে। - কেও সেই সব বাজে মন্তব্য গুলো নিজেদের পত্রিকায় বড় করে ছাপিয়াছে। - কেও মহানবী(সঃ) কে সাঈদীর সাথে তুলনা করেছে - কেও সাঈদী কে চাদে দেখা গেছে বলে "মসজিদের" মাইক থেকে ঘোষনা দেয়া হয়।

- কেও মসজিদের ভেতর বোমা নিয়ে ঢোকে, যখন মসজিদের কার্পেটে আগুন দেয়, যখন মসজিদের বই পুস্তকে আগুন ধরিয়ে দেয়। - কেও কাবা শরীফের গেলাপ পরানোর ছবি নিয়ে মিথ্যাচার করে। - কেও নিজেদের আল্লাহ পাকের সমকক্ষ (নাউজুবিল্লাহ মিন যালেক) দাবী করে বলেছে তারাই ইসলামের হেফাজত কারী। - কেও নিজেকে আল্লাহ পাকের সমকক্ষ (নাউজুবিল্লাহ মিন যালেক) দাবী করে Identify করে করে বলেছে ও নাস্তিক ও নাস্তিক, যেখানে আল্লাহপাক কেবল মাত্র তিনিই একজন যিনি অন্তরের খবর রাখেন। সবাইকে ঢালাওভাবে নাস্তিক বলার অধিকার কিভাবে পেলেন যেখানে যাকে নাস্তিক বলা হচ্ছে সে নিজেকে মুসলমান দাবি করছে? এটা কি তার ধর্ম অনুভূতিতে আঘাত না? - কেও ইসলামের নামে আন্দোলন করে আবার ছবির সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে।

- কেও ইসলাম কে ব্যাবহার করে নিজেদের সার্থ হাসিলের প্রচেষ্টায় হাজার হাজার কোমলমতি মাদ্রাসার ছাত্রকে রাস্তায় নামিয়েছে খুন হওয়ার জন্য। - কেও ইসলামের নামে সন্ত্রাস বাহীনি তৈরি করছে, বোমা মারছে, মানুষের হাত পায়ের রগ কেটে দিচ্ছে, দেশের সম্পদের ক্ষতি করছে। - কেও ইসলামের আন্দোলন বলে অন্য ধর্মাবলম্বীদের বাড়িঘর এবং উপাসনালয় পুড়িয়ে দিচ্ছে। ইসলামে অত্যাচার সম্পুর্নরুপে নিষিদ্ধ। আমি সবার বিচার চাই।

মুসলিম হয়ে থাকলে এই সবের বিচার চাওয়া উচিত নাকি শুধু ২ নম্বর ধরে বসে থাকা উচিত? কোথায় আমাদের ঈমান, কোথায় তাকওয়া? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.