আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, সম্যক ধারনা না নিয়ে ইসলাম বিষয়ক পোস্ট দিবেন না। আর কেউ ইচ্ছাকৃতভাবে মুসলিম সেজে ইসলামকে পঁচানোর জন্য পোস্ট দিলে তীব্র প্রতিবাদ করুন।



আরব কালচার আর ইসলামের মধ্যে পার্থক্য বুঝতে অপারগ "মাই নেম ইজ খান" নামক এক ব্লগারকে দেখলাম 'দাসপ্রথা' আর 'বহুবিবাহ' এর পক্ষে সাফাই গাইতে। সোনার বাংলাদেশ ব্লগে তার দাসপ্রথার সমর্থনে দেয়া পোস্টের প্রতিবাদও জানিয়েছিলাম। বিনিময়ে কিছু চিহ্নিত ছাগু এবং ছাগী আমার ঈমান নিয়ে প্রশ্ন তুললো। আজকে এই ব্লগে তার বহুবিবাহের প্রয়োজনীয়তা বিষয়ক পোস্টে ঢুকে যেটা লক্ষ্য করলাম এশার নামাজের জামাতের সময়ে সে একের পর এক কমেন্ট করে গেছে। ব্যাক্তি আক্রমণ আমার উদ্দেশ্য নয়।

এদের মানসিকতা বোঝার চেষ্টা করছি মাত্র। নামাজ, রোজা, জাকাত বাদ দিয়ে 'দাস্প্রথা', 'বহুবিবাহ', 'নেকাব' প্রভৃতি জিনিসের প্রতি এদের দরদ এত বেশি কেন? হতে পারে, তারা নাস্তিকদের রিভার্স নিক। হতে পারে, তারা ইসলাম ও আরব কালচারের মধ্যে পার্থক্য করতে অপারগ। হতে পারে, তারা আসলে নিজেদের কুরুচিপূর্ণ উদ্দেশ্য চরিতার্থ করতে ইসলামের কাঁধে বন্দুক রাখছে। 'দাসপ্রথা' এবং 'বহুবিবাহ' এর ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গী শেয়ার করতে চাই।

আরব সংস্কৃতিতে এই প্রথাগুলো অনেক অভ্যন্তরে প্রথিত ছিল। ইসলাম একটি ট্রেন্ড সৃষ্টি করেছে, যাতে আস্তে আস্তে এই প্রথাসমূহ বিলুপ্ত হয়। একারণেই দাসদের প্রতি মানবিক আচরণ বাধ্যতামূলক করা হয়েছে এবং তাদের মুক্তিদানকে উৎসাহ দেয়া হয়েছে। বিবাহের ক্ষেত্রে লিমিট আরোপ করা হয়েছে এবং কঠিন শর্ত দেয়া হয়েছে। আল্লাহ যে এগুলো পছন্দ করেন না তা তো সহজবোধ্য বিষয়।

ইসলামের সেট করা ট্রেন্ড অনুসরণ করলে এগুলো বিলুপ্ত হতে বাধ্য। আর নতুন করে এগুলো প্রচলন করার অর্থ হচ্ছে সেই ট্রেন্ডের বিপক্ষে যাওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.