আমাদের কথা খুঁজে নিন

   

বিস্ফোরিত হয়ে উঠ,আমার স্বাধীনতায় থাকা।

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** ধোয়াশায় এ জীবন ভরা খুব আত্মগ্লানি লাগে তাই দূর অনামিশায় ওগো তোমার বিচ্ছিন্ন থাকা, যখনই আমি লুকিয়ে থাকি তুমি ভাল থাকো কিন্তু বিস্ফোরিত হয়ে উঠ,আমার স্বাধীনতায় থাকা। ধুম্রজাল তুমি আরো ছড়াও বিশ্ব কর উজাড় নিয়ম গুলি সব বদলে,চাও বাঁধতে নিয়মজালে, সবাইকে বল,মেয়েরাএগিয়ে যাও এস স্বাধীন হও কিন্তু আজকাল আমার স্বাধীনতায় জাগে শংকা। আমায় নিয়ে কেউ সুন্দরী বললে লাগে বুকে ব্যথা আমায় নিয়ে ঘর বাঁধতে গিয়ে লাগে খটকা কিন্তু, আমায় নিয়ে কেউ ভাসতে চাইলে হয় সারারাত জাগা তাই আমি দুয়ার দিয়েছি যাইনি গো কোথাও একা। আমি হংসপাখী, বাঁধিনি কো নিজেকে কোথাও আমি থাকবো স্বাধিন, ওগো যতই মোরে বাঁধো আমায় নিয়ে স্বপ্ন দেখা পারবে নাকো রুখতে আমায় ঘিরে ভালবাসা রইবে চিরকালই হেথা-হোথা। জাগো জাগো রাত জাগো রাগ ঝারো বন্ধুদের খালি জ্বালাও,শুনছো গো আমি স্বাধিন এমন করেই থাকব চিরকালই, ওরে ও দুষ্টু তারা বাঁধতে পারো এক শর্তেই সেটা তোমার ভালবাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.