আমাদের কথা খুঁজে নিন

   

আসিফ নজরুলকে ডেকেছে হাই কোর্ট

বিবর্ণ জীবনে কয়েক ফোটা রং...... ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আদালতে হাজির হতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে। একটি রিট আবেদনে বৃহস্পতিবার তাকে তলবের আদেশ দেয় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ। বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে গত ১২ মার্চের একটি টক শোতে দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তির ক্ষমতা দখলকে উস্কানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদনে আদালতের এই আদেশ হয়েছে। আসিফ নজরুলকে টক শো-তে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিতে আগামী ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হতে হবে। আদালত একইসঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও তৃতীয় শক্তির উত্থানে উস্কানি দেওয়া এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- এই রুল জারি করেছে।

আসিফ নজরুল ছাড়াও স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। রিট আবেদনকারী ব্যারিস্টার মো. নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টক শোতে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেছিলেন, “আগামীতে কে ক্ষমতায় আসবে- বিরোধী দলীয় নেত্রীকে জিজ্ঞেস করলে তিনি বলবেন, তৃতীয় শক্তি। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলে তিনিও বলবেন, তৃতীয় শক্তি। ” “এই বক্তব্য অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা দখলে উস্কানি দেওয়ার শামিল,” বলেন নওশের। নাগরিক আন্দোলন নামে একটি ফোরামের অন্যতম উদ্যোক্তা আসিফ নজরুলের বিরুদ্ধে সকালে রিট আবেদনটি করেন নওশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৩৩ ঘ.  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.