আমাদের কথা খুঁজে নিন

   

রামেসিসের মন্দিরে

মিসরের কায়রো জাদুঘর,এই জাদুঘরের‌ি মমি চেম্বারে শায়িত আছেন এককালের প্রতাপশালী ফারাও রামেসিস ২। তারই কীর্তি আবু সিম্বেলের মন্দির। মিসরের পার্শ্বর্বর্তী দেশ সুদানের সিমান্তবর্তী এলাকায়, আসওয়ান শহর থেকে এটি ৮কি.মি.অদুরে অবস্থিত গ্রাম আবুসিম্বেল। সময়টা ১৯৬৩-৬৬ সাল,মিসরের প্রেসিডেন্ট নাসের যখন আসওয়ান বাধঁকে ৩০ফুট উচু করেন তখন উজানের পানি অনেকটা বেড়ে যায়। ফলে হুমকির মুখে পরে আবুসিম্বেল মন্দির, কেননা এটি নীলনদের কিনার ঘেষেঁ অবস্থিত।

তখন,পুরাকীর্তি গবষেকদের অনুরোধে ইউনেসকোর তত্বাবধানে সারা বিশ্বের সেরা প্রত্নতাত্বিকদের নিয়ে ৮ বছর কর্মযঞ চলে, তারপর এটি নিরাপদ ঘষিত হয়। ছোটো-বড়ো ২টি পাহাড় কেটে তৈরী হয়েছে এই মন্দিরটি, সম্রাট রামেসিস ২ এটি তৈরী করেন ৩৮০০ বছর আগে, তাকে কুরানে ফেরাউন ওলিদ এবং তার স্ত্রীক নেফারতিতিকে সফুরা বলে উল্লেখ করা আছে। তারই সিংহাসন আরহনের ৩০ বছর উপলক্ষে এই মন্দির তৈরী করা হয়। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে রামেসিস আর নেফারতিতির বিশাল দুটি মুর্তি, সবচেয়ে চমকপ্রদ হল সারাবছর মন্দিরের অন্দরমহল অন্ধকারে ডুবে থাকলেও মাত্র দুটি দিন মন্দিরটি আলোকিত হয়ে ওঠে- ২১শে ফেব্রয়ারি ও ২২শে জুন: একটি তার সিংহাসন আরহনের দিন আর অন্যটি তার জন্মদিন। এথেকে বোঝা যায় তার প্রকৌশলীরা কতো দক্ষ ছিলো।

আবুসিম্বেলের প্রতিটি পথই যেন ইতিহাসের পাতা, যেখানে প্রকাশিত হয় মানুষের তৈরী রহসযময়তার বিস্ময়!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.