আমাদের কথা খুঁজে নিন

   

হাইতিতে পাকিস্তানের তিন পুলিশের কারাদণ্ড

যৌন নির্যাতন করার অপরাধে জাতিসংঘে হাইতি মিশনে নিয়োজিত তিন পাকিস্তানি পুলিশের কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার জাতি সংঘ থেকে এ কথা জানানো হয়। জাতিসংঘ মুখপাত্র মার্টিন নেসারস্কি বলেন, ওই তিন পাকিস্তানি পুলিশকে হাইতিতে পাকিস্তানি সেনারা মার্শাল কোর্টে বিচার করে। বিচারে তাদের দোষ প্রমাণ হলে তাদের এই দণ্ড দেয়া হয়। চলতি মাসের ৮ ও ৯ মার্চ তারিখে ওই তিন পুলিশের খোজ খবর নিতে পাকিস্তানের পদস্থ কর্মকর্তারা হাইতিতে গিয়ে ছিলো।

পাকিস্তানের নিজস্ব আইনে তাদেরকে বিচার করা হয়েছে বলে জানায় হাইতি কর্তৃপক্ষ। হাইতিতে ওই তিন পুলিশ গোনাইভ নাম এক শহরে দায়িত্বরত ছিলো। জানুয়ারি তে জাতিসংঘের পুলিশের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ আনে সেখানকার স্থানীয়রা। পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযোগের সত্যতা খুঁজে পায় হাইতি কর্তৃপক্ষ। পাকিস্তান ফিরলে ওই তিন পুলিশ সদস্যকে তাদের কর্মস্থল থেকে অসম্মানজনক ভাবে বরখাস্ত করা হবে বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

সূত্র এএফপি. এই লিংকে ক্লিক করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.