আমাদের কথা খুঁজে নিন

   

বাসযোগ্য নতুন পৃথিবীর ‘কেপলার ২২বি’

প্রযুক্তি ডেস্ক: বিজ্ঞানীরা দাবি করেছেন পৃথিবীর মতোই একটি গ্রহের সন্ধান পাওয়া গেছে । ছয়শ’ আলোকবর্ষ দূরে ‘কেপলার ২২বি’ নামের গ্রহটি পৃথিবীর মতোই বাসযোগ্য বলে তারা ধারণা করছেন । এ পর্যন্ত আবিষ্কৃত গ্রহগুলোর মধ্যে ‘কেপলার ২২বি’ নামের ওই গ্রহটির সঙ্গেই পৃথিবীর সবচেয়ে বেশি মিল রয়েছে বলে মহাকাশ গবেষণা সংস্থা নাসার দাবি করেছে। এ গ্রহে প্রাণের উদ্ভব ঘটেতে পারে বলেও গবেষকদের ধারণা। ‘কেপলার ২২বি’ গ্রহটি পৃথিবীর তুলনায় প্রায় আড়াইগুন বড়।

গবেষকদের মতে ‘কেপলার ২২বি’ হলো ‘নতুন পৃথিবী’ যেখানে মানুষের জন্য ভবিষ্যৎ সম্ভাবনার দুয়ার খোলা রয়েছে। মানুষের জন্য এ পৃথিবীটাই হতে পারে ভবিষ্যতের আবাসস্থল। ২০০৯ সালে প্রথম কেপলার ২২বি গ্রহটি নাসার জ্যোতির্বিজ্ঞানীদের নজরে আসে। তখন থেকেই এ গ্রহটি বিষয়ে তথ্য পেতে গবেষণা করে গেছেন তারা। এরপর নাসার গবেষকরা কেপলার স্পেস টেলিস্কোপ থেকে দুই বছর ধরে এ বিষয়ে তথ্য জমা করতে শুরু করেন।

একটি সূর্য সদৃশ বড়ো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করছে ‘কেপলার ২২বি’। কেবল তাই নয়, এ গ্রহটির অবস্থানও তার নক্ষত্রমণ্ডলের গোল্ডিলক জোন বা বাসযোগ্য অঞ্চলে। টানা ২ বছর গবেষণা করে তারপর এ গ্রহটি বিষয়ে মুখ খুললেন তারা। তুড়ি বাজিয়ে বিজ্ঞানীরা বললেন, পাওয়া গেছে পৃথিবীর ‘জমজ’। সূত্র:নিউজ আওয়ার্স বিডি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.