আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষা আমার আর ফুরায় না।

যা করি স্বপ্নেরও অতীত, বাস্তবতার স্পর্শবিহীন। আমি বেরিয়েছিলাম সকালবেলা একরাশ রোদ্র কণা নিয়ে, সারাদিন রোদে পুড়ে কালো হয়ে যখন আমি ঘরে ফিরি সন্ধ্যে হয়ে আসে- আঁধার নেমে এসেছে আমার পৃথিবীর সারা অবয়বে। আমার এই আধো আলো- আধো আধার ভালো লাগে না। আমি ক্লান্ত বোধ করি। আমি শ্রান্ত দেহে তারে খুঁজি, কিন্তু সে আসে না। তাই ভালো লাগে না। দিন কেটে যায়- সে আসে না, আমার তাই আর ভালো লাগে না। আমি তাই ঘর আঁধার করে একা বসে থাকি। আর ব্লগিং করার ইচ্ছা নিয়ে অপেক্ষা করি-কখন পাব প্রথম পাতায় প্রবেশাধিকার? সামু তুমি কবে আমায় আপন করে নেবে- আমার যে আর ভালো লাগে না ............।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।