আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষা

সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না...। আমি বুঝি না কিছু অজানার সীমানায় শুধু পথ চেয়ে রই... ছন্নছাড়া এ জীবনে অভিশপ্ত এই আমার নিরাশার নির্বাক ভুবনে সোনালী আলো জ্বেলে গেলে তুমি... আমি পথ চেয়ে রই রাত জেগে একা একা কথা কই... চুপিসারে সমুদ্র গর্জন শুনি অনুভবে, নীরবতার অনুধাবনে... এলে তুমি আলোর মশাল হাতে নিরাশার নীলাচলে অবুঝ দ্বিপ জ্বেলে গেলে... আমি স্বপ্নচারী বুঝি না কিছু তাই আজো পথ চেয়ে রই... প্রতীক্ষার অসীম আঁধারে আজো ডুবে রই কেন এলে কেন গেলে বুঝি না কোন কালে... শুনি নীরবতার কথা নিবিড় অনুভবে ব্যথা শয়ে শয়ে রই... আমি রাত জাগি হে অপ্সরী তোমার তরে আজো পথ চেয়ে রই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।