আমাদের কথা খুঁজে নিন

   

প্রতীক্ষা

এখনো জেনে চলেছি

একখানি চিঠি লিখেছিলুম সে........ই কবে; কলম ছিল না তখন,বোবা প্রেমের ইশারায় ছিনিয়ে এনেছিলুম,আপন পাঁজরের হাড়। ধমনী কেটে যোগান দিয়েছিলুম কালির;দুঃসহ কষ্ট চেপে,আবেগের রঙ্গিন স্বপ্নগুলো শক্ত মুঠোয় নিয়ে, অসীম সাহসে ভর করে লিখেছিলুম......"তোমাকে ভালবাসি"। চিঠি লিখেছিলুম একখানি সে......ই কবে; কলাম না থাকার প্রাগৈতিহাসিক সময়ে। এরপর, দম আটকে রাখা প্রতীক্ষা। প্রতীক্ষা,এই বুঝি এল ডাকপিয়ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।