আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরা এক্সপার্টরা একটু এদিকে তাকাবেন কি?

I would like to continue with all of here ব্লগে অনেক বন্ধু আছেন যারা ক্যামেরা সম্পর্কে অনেক কিছুই জানেন। আমি নিচে কিছু পয়েন্ট দিলাম। আমাকে এর উত্তরগুলো দিলে খুবই উপকার হতো। এই অধম একটা ডিএসএলআর কিনতে চায়। কিন্তু খুব একটা না জানার কারণে আপনাদের দ্বারস্থ হচ্ছি।

দয়া করে আপনাদের মতামত দিলে বহুদিনের একটা শখ পূরণ করতে পারতাম। তবে আমি খুব প্রফেশনাল কোন ক্যামেরা চাচ্ছি না- সেমি প্রশফশনাল হলেই চলবে। আর ম্যাক্রো ফটোগ্রাফিরও একটু আধটু শখ আছে। ১. নাইকনের ডি-৫০ ব্র্যান্ডটা মোটামুটি পছন্দের ছিল। এটা পছন্দ করা কি আদৌ উচিত হয়েছে? ২. নাইকন ডি-৫০ নাকি এখন পাওয়া যায় না।

তো এর আশেপাশের মডেল কোনটা ভাল হবে? ৩. নাইকন নাকি ক্যানন ভাল হবে? আমি যদি ক্যাননের কোন ক্যামেরা নিতে চাই তাহলে নাইকন ডি-৫০ এর মতো ক্যাননের কোন মডেল নিতে পারি? সাথে সম্ভাব্য দাম প্লিজ। ভাইয়েরা, একটু জলদি আওয়াজ দিয়েন। আপনাদের সাড়ার অপেক্ষায়- না হলে ফটোগ্রাফির জগতে আসতে পারছিনা। সবাই ভাল থাকবেন। অগ্রিম ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.