আমাদের কথা খুঁজে নিন

   

মুর্শিদা তোমার ভালোবাসায়...

মুর্শিদা মীম, তুিম জেগে ওঠোনি সূর্যি মামার আগে? আজ ক্রন্দন কোথায়? বিরহের ডাক !? এই মধু পূর্ণিমা রাতে কত যে স্বপন সাজিয়েছি আমি মোর ব্যাথাতুর এই মনে থরে থরে আমি বলিবো আজিকে কত দোল বাজে মোর প্রাণে ঊষার আকাশে প্রথম রবি উঠেছিল যেই ক্ষনে কত তরঙ্গ বয়েছিল মীম মোর উতালা লাগা প্রাণে তোমারে দেখিয়া দেখেছিলাম যেন আকশের পূর্ণ শশী আজ কত কথা মোর উৎলিয়া উঠেছে বলিব বসে পাশাপাশি তোমার বাগিচার গোলাপগুলো আজ কাদে হাহাকার করে জানি ও প্রেয়সী সে কথাও বলিব কুল মাখলুকাতের তরে যে ভ্রমরের গানে দোলা ওঠে মনে আমি বিনা নহে কোন জন জানি ও মুর্শিদা প্রেয়সী আমার, আমারেই ডাকে তোমার পাগল মন তোমার হাতের স্পর্শ যেন কুল মাখলুকাতে র তরে অমীয় সুধা; যদি সে মাখলুক মৃত্যু কষ্টে পরে তোমারি সুরে গান গেয়ে আজ কোকিল ধন্য ওরে স্রষ্টা কভু সৃজিবেনা মাখলুক তোমার তুলনা করে তোমারে যে আমি কত ভালোবাসি বিধাতাও তাহা জানে তোমার তরেতে কত দিন মান কেদে উঠি ক্ষনে ক্ষনে আজি ও মুর্শিদা জেগে ওঠো তুমি পূর্ণিমা ভরা এই রাতে বিচরণ করিবো মোরা দুজনে প্রেমময় এই বাগিচাতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।