আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে এসো মুর্শিদা...

মুর্শিদা, কোন সমুদ্রে জোয়ার উঠাবে বলে তুমি চলে গেলে? ভাবতে চাওনি বুঝি তুমি ? কেইবা তোমায় ভুলিয়ে দিতে চাইলো ? মুর্শিদা তুমি জানতেনা হৃদয়ের প্রতিটি স্পন্দনই তোমার নামের জিকির। রক্ত কণিকার অবিরাম প্রভাহ সেও তোমার নামে এই যে আমায় দেখো , সেই আমিও বেঁচে আছি তোমার ছায়ার সজীবতায়। মুর্শিদা মীম, ওগো হৃদয় মন্দিরে প্রষ্ফোটিত কলংকহীন লাল গোলাপ, আমিতো আজও বেঁচে আছি তোমার পরাগ রেনুতে। মুর্শিদা জীবন দাও আমায় অন্য সকল জীবকে কর নির্জীব । সকল প্রাণকে কর নিষ্প্রাণ। দোহাই তোমারে মুর্শিদা ছুতে দিওনা কোন নির্লজ্জিত কলংকের হাতে স্পর্শ যেন না করে মার্র্তৃগর্ভে জন্ম নেওয়া কোন জড়। মুর্র্শিদা আমি আজো ঐ কন্টকাকীর্ণ পথে চেয়ে আছি তুমি আসবে বলে। ফিরে এসো মুর্শিদা মীম ফিরে এসো আমার হৃদয় মন্দিরে। ফিরে এসো ভালোবাসায় ভরিয়ে দিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.