আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল মেডিক্যাল জোক : BASE OF THE SKULL

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। মনে পড়ে যায় আমাদের ক্রিকেট টিমের নাম 'Base of the Skull' হওয়ার সেই কাহিনী। আমরা ২য় বর্ষে (২০০৮) থাকতে সিওমেকে যে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, তাতে টিমগুলোর নাম দেয়া হয়েছিল মেডিক্যাল টার্ম দিয়ে। কেউ হিউমেরাস, কেউ ফিমার, কেউ এপোপটোসিস আর কেউ বা ফ্যাগোসাইটোসিস। আমরা তখনো আমাদের টিমের নাম ঠিক করে উঠতে পারি নি।

এক বিকেলে আমরা A ব্যাচের পোলাপান (অনেকে বলত Aতে আঁতেল) আমাদের টীম নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস কত্তে। তখন বিশিষ্ট ভালো ছাত্র ও উদাসীন কবি (এবং আমাদের টিমের ১মাত্র অলরাউন্ডার) ছেলেটি বসে গ্রে পড়ছিল। তাকে বলা হল, "এই তুমি বলটা নিয়ে আস তো!" এই বলে কেউ ব্যাট, কেউ স্টাম্প আর কেউ গ্লাভস নিয়ে মাঠপানে বেরিয়ে গেল। কিছুক্ষণের ভেতর বন্ধুটি তৈরি হয়ে হুড়মুড় করে বেরিয়ে এল। মাঠের কাছে আসতেই সবার চক্ষু কবির হাতের দিকে তাকিয়ে স্থির ও পুরোই ছানাবড়া, হাতে যে তার ১টি 'Base of the Skull!' "এটা কী?" একযোগে সবার প্রশ্ন।

নিজের হাতের দিকে তাকিয়ে ভীষণ বিব্রত হয়ে সে দৌড়ে আবার রুমে চলে গেল। ফিরে এল হাতে বল নিয়ে। আর তাই তো আমাদের টিমের নাম অবশেষে হয়ে গেল 'Base of the Skull!' ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।