আমাদের কথা খুঁজে নিন

   

ইটিভি চালু থাকুক

নোটিশ দিয়েছে ইটিভি কে। জবাব দিবে। বন্ধ হবে কেন? ঘটক বাকী ভাই, ললিতা আর দেখায় না তো। তাই কি না? যাক, শেয়ার মার্কেট এখন খারাপ যাচ্ছে, তাই হয়তো আপাততঃ নোটিশ কি না? মার্কেট ভাল হলে কোন নোটিশ লাগবে না। সব ঠিক হয়ে যাবে।

নাহলে জনতার কথায় ড. ক. সরোয়ার আছে না! তা-ও যদি ফেল মারে তাইলে হারুন ভাইয়ের একুশের চোখ দিয়ে দেখিয়ে দিবে কোন দরবেশ বাবার ঝাড়-ফুঁক দরকার? শেষ-মেষ পোদ্দার দাদার পোদ্দারী দেখাইয়া ওই নোটিশের জবাব দিবে না হলে আপনার ভোগান্তি কমবে নাকি? একুশের সকাল, দুপুর, রাত, সব খবর দর্শক হিসেবে দেখব। একুশ বেসরকারী টিভি চ্যানেলের পাইওনিয়ার। মাঝখানে বন্ধ ছিল। চালু হয়েছে। চালু থাকুক বৈধ উপায়ে।

সমস্যা থাকলে ন্যায্য ভাবে সমাধান হোক। তালগাছ আমার ভাগে- ইটিভি চালু থাকুক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.