আমাদের কথা খুঁজে নিন

   

টেরিস্ট্রিয়াল সুবিধাসহ ইটিভির পুনঃসম্প্রচারে মিডিয়ায় বিস্ময়-ইটিভি সমঙ্্রচারে বিটিভির বাধা!-শিগগিরই আনুষ্ঠানিক সম্প্রচারে যাচ্ছে ইটিভি

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইট সুবিধাসহ একুশে টেলিভিশনের (ইটিভি) সম্প্রচার ফের শুরু হওয়ায় দেশের মিডিয়া অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। প্রায় এক দশক বন্ধ থাকার পর টেরিস্ট্রিয়াল সুবিধাসহ চ্যানেলটির সম্প্রচারকে কেন্দ্র করে অন্য বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একুশে টেলিভিশনের (ইটিভি) পরীক্ষামহৃলক সমঙ্্রচারে ঢাকা, সিলেটসহ বিভিল্পম্ন স্ট্থানে বিটিভি কর্মকর্তারা বাধা দিচ্ছেন। বিটিভির কর্মকর্তারা বিভিল্পম্ন স্ট্থানে ইটিভির টাওয়ার ও এন্টেনায় কাজ করতে দিচ্ছেন না।

এ কারণে দেশের কয়েকটি স্ট্থানে ইটিভি টেরিসদ্ব্রিয়াল সমঙ্্রচার করতে পারছে না। ইটিভি সহৃত্রে জানা গেছে, গত শুত্রক্র ও শনিবার ঢাকা, খুলনা, সিলেট, নাটোর, রংপুরসহ কয়েকটি স্ট্থানের টাওয়ারে ইটিভির কর্মকর্তা ও প্রকৌশলীদের ঢুকতে দেননি বিটিভির কর্মকর্তারা। জানা গেছে, ঢাকার রামপুরায় বিটিভি গত 4 বছর ধরে ইটিভির টাওয়ার ব্যবহার করছে। এ বাবদ বিটিভি কর্তৃপক্ষ ইটিভিকে বছরে দেড় কোটি টাকা ভাড়া দিয়ে যাচ্ছে। কিন্তু 1 ডিসেল্ফ্বর থেকে পরীক্ষামহৃলক সমঙ্্রচার শুরুর পর সেই টাওয়ারে যেতে দিচ্ছেন না বিটিভির কর্মকর্তারা।

এছাড়াও তারা ইটিভি কতর্ৃপক্ষকে বিভিল্পম্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। সিলেটে বিটিভির নিজস্ট্ব কোনো টাওয়ার নেই। ইটিভির টাওয়ারের মাধ্যমে তারা অনুষ্ঠান দীর্ঘদিন ধরে সমঙ্্রচার করছেন। গত শুত্রক্রবার থেকে ইটিভির প্রকৌশলীদের বিটিভির কর্মকর্তারা ওই টাওয়ারে ঢুকতে দেননি। এ কারণে ইটিভি সিলেটে টেরিসদ্ব্রিয়ালে সমঙ্্রচার করতে পারছে না।

এদিকে গত শুত্রক্রবার দর্শকরা ইটিভি দেখতে না পেরে বিটিভির সিলেট অফিস ঘেরাও করে। রাজধানীর ধানম-ি, খিলগাঁও, রামপুরাসহ কয়েকটি এলাকায় বেসরকারি ক্যাবল অপারেটররা ইটিভি প্রচার করছে না। টিভি চ্যানেলের মালিক ও চারদলীয় জোটের প্রভাবশালী এক নেতার মদদে এসব এলাকার ক্যাবল অপারেটররা ইটিভি প্রচার করছে না বলে অভিযোগ পাওয়া গেছে। দেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল টিভি চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি) শিগগিরই আনুষ্ঠানিক সম্প্রচারে যাচ্ছে। এ ঘোষণা দিয়েছেন ইটিভির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আব্দুস সালাম।

গত শুক্রবার সন্ধায় ইটিভি কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, কিন' অশুভ শক্তির ষড়যন্ত্রে আমাদের থামিয়ে রাখা হয়েছিল। 2000 সালের মার্চে সম্প্রচার শুরুর পর 2002 সালের 29 আগস্ট আদালতের রায়ে ইটিভি বন্ধ হয়ে যায়। আইনি লড়াইয়ের পর 2005 সালের 14 এপ্রিল ইটিভি পুনঃসম্প্রচারে অনুমতি লাভ করে। কিন' ফ্রিকোয়েন্সি বরাদ্দের অভাবে সম্প্রচার শুরু করতে পারে না। প্রায় সাড়ে 4 বছর বন্ধ থাকার পর গত শুক্রবার থেকে পরীক্ষামূলক পুনঃসম্প্রচার শুরু করেছে ইটিভি।

স্যাটেলাইট ছাড়াই দেশের বিভিন্ন্ন প্রান্ত থেকে দেখা যাচ্ছে। আব্দুস সালাম বলেন, ইটিভি সম্প্রচার করতে পারবে না আইনে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের সঙ্গে বিটিআরসির বোঝাপড়া হয়েছে। ফ্রিকোয়েন্সি বরাদ্দে কোনো সমস্যা নেই। বিভিটিকে আমরা 10 বছরের অগ্রিম টাকা পরিশোধ করেছি।

সেখানে আমাদের যন্ত্রপাতিও বসানো। ইটিভি আগের মতোই টেরেস্ট্রিয়াল চ্যানেল হিসেবেই সম্প্রচারিত হবে। সম্প্রচার বন্ধের পর ইটিভির যেসব মূল্যবান যন্ত্রপাতি সরকার নিয়ে গিয়েছিল তাও ফেরত দেয়া হয়েছে বলে তিনি জানান। চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন ইটিভির শেয়ার কিনেছেন বলে সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় যে খবর বেরিয়েছে এর সত্যতা সম্পর্কে আব্দুস সালাম বলেন, মামুন অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ। তিনি যদি ইটিভির শেয়ারই কিনবেন তাহলে সম্প্রচারে আসতে এতো দেরি হবে কেন।

তিনি বলেন, আমরা কয়েক সপ্তাহ পরীক্ষামূলক সম্প্রচার চালাবো। এরমধ্যে লোকবল নিয়োগ করে শিগগিরই আনুষ্ঠানিক সম্প্রচারে যাবো। ' এরইমধ্যে পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ইটিভির জন্য লোক চাওয়া হয়েছে। আব্দুস সালাম আরো বলেন, 'বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের পথপ্রদর্শক ছিল ইটিভি। জনগণের পক্ষে কাজ করে ভবিষ্যতেও তা অক্ষুণ্ন্ন রাখা হবে।

সাইমন ড্রিং ফিরে আসছেন কিনা এ ব্যাপারে অবশ্য নিশ্চিত করে তিনি কিছু না বললেও তার সঙ্গে ইটিভির যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন আব্দুস সালাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।