আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধের বিচারে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে ---মার্কিন কংগ্রেসম্যান পিটার কিং

রফিকুল ইসলাম ঃঃঃঃ গণতন্ত্র রক্ষা, সন্ত্রাস দমন এবং যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান পিটার কিং। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারকে সন্ত্রাস দমনসহ সব উন্নয়নমূলক কাজে যুক্তরাষ্ট্র সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আবারও সমর্থন ব্যক্ত করেছেন তিনি। ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে সৌদি দূতাবাসের এক কর্মকর্তার নিহত হওয়া প্রসঙ্গে পিটার কিং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন-শৃঙ্খলা উন্নয়ন ও সন্ত্রাস দমনে শেখ হাসিনা সরকার যখন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সে মুহূর্তে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বিদেশি দূতাবাসের কর্মকর্তা হত্যার পেছনে স্থানীয় ও আন্তর্জাতিক গোষ্ঠীর ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো হত্যাকে সমর্থন করে না। সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী একটি প্রতিনিধি দল কংগ্রেসম্যান পিটার কিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

পিটার কিং বলেন, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তারা সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে জয়ী হয়ে ২০০৯ সাল থেকে বাংলাদেশ সন্ত্রাসমুক্ত করার প্রচেষ্টায় সর্বশক্তি নিয়োগ করে। বর্তমান রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সরকার ঘনিষ্ঠ সহযোগিতা রক্ষার মাধ্যমে সন্ত্রাস প্রতিরোধ, অবৈধভাবে অর্থপাচার রোধসহ নানাবিধ বিষয়ে পারস্পরিক স্বার্থে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পদ্মা সেতু নির্মাণের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হলে একদিকে যেমন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে, অপরদিকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি পদ্মা সেতু বাস্তবায়নে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকে চিঠি পাঠান এবং দ্রুত অর্থ ছাড় করার যুক্তি তুলে ধরেন।

পিটার কিং যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলসহ বাংলাদেশ সফরের ইচ্ছা ব্যক্ত করেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.