আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: যুদ্ধাপরাধের বিচার



যুদ্ধাপরাধীদের বিচার অনেকেই চায়, কিন্তু আওয়ামীলীগে যারা যুদ্ধাপরাধী আছে তাদেরটা কেউ বলে না কেনো সেটাই এখন একটা বড় প্রশ্ন। আওয়ামীলীগ যদি যুদ্ধাপরাধীদের বিচার করতেই চায় তবে সেটা করতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে। আর নয়তো এই বিচারের পুরো বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। সাকা চৌধুরী হোক আর নিজামী সাহেবই হোক তারা আমাদের কেউ না। আমরা সাধারণ জনতা যেটা চাই সেটা হলো নিরপেক্ষ একটি বিচার যেখানে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারবে না।

সত্যিকারের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা নিয়ে এদের বিচার করতে হবে। মুক্তিযুদ্ধের সময় যাদের কোনো ভূমিকাই নেই তারা সত্যিকারের বিচারটি করতে পারবে না। আওয়ামীলীগ যারা করে তারা কিন্তু আওয়ামীলীগের ভিতরে রাজাকারদের বিচার করতে চাইবে না। তাহলে বিষয়টা কিন্তু নিরপেক্ষ থাকলো না। বাংলাদেশ আমরা প্রিয় জন্মভূমি।

আমার এই প্রিয় জন্মভূমিটাকে আমার চাইতে নিশ্চয়ই অন্য কোনো দেশের লোক বেশী ভালোবাসবে না। সুতরাং আমার দেশের ভালোটা আমাকেই দেখতে হবে। পরিশেষে শুধু এটুকু বলতে চাই, যা কিছুই করা হয় না কেনো দেশের স্বার্থ মাথায় রেখেই যেনো করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।