আমাদের কথা খুঁজে নিন

   

আজকের দিনটি লয়ে আমার কবিতা (খুবই রাগান্বিত )

আমি ভদ্র লোক, যদি বিশ্বাস না করেন তাহলে আপনাকে গুলি করে মারবো হাটিতে হাটিতে ক্লান্ত প্রায় বিশ্রামো নিলুম বিল্ডিংয়ের সুনিবিড় ছায়ায় ; দেখিলাম রিক্সার পাল বহিতেছে পথের স্রোতে ভাবিলাম এই গরীবের পকেটে, হবে কি স্থান ঐ রথে ! সাহস আনিয়া বলিলাম, ওহে মামা যাবা ? পকেটেতে হাত দিয়া, ২০টি টাকা পাবা । রিক্সাওয়ালা বড়ই লাজুক, হাসিখানি মুচকি আজকে আমাদেরই দিন, রাখো সেই খোজ কি ? অর্থের মায়াভুলে মেনে নিলাম তা এই যুগেতে বুঝি চলছে এই প্রথা । চলতে চলতে মানুষের মিছিল, দেখছি আর ভাবি কেন এমন হচ্ছে ? কারই বা এতো দাবি রিক্সা চলছে গতি লয়ে, পাঙ্খা লাগছে পুরা সামনে কি হবে মোদের, পড়ছি মনে সূরা । অবশেষে পৌছে গেলাম আমার কর্মস্থল এখন ফিরবো আবার বলতো কি করে বল ? আমাদের দেখেনা কেউ, বিরোধী কিংবা সরকার আমাদের কাছে পাওনা তারা শুধুই তিরষ্কার !!!!!!!!!!!!!! --------------------------------অনিক আহমেদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।