আমাদের কথা খুঁজে নিন

   

মেয়রের বদমাশি

সান্তাহারে সংখ্যালঘুর বাড়িতে হামলা ভাংচুর লুট নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৫ এপ্রিল ॥ সারা দেশের বিভিন্ন স্থানের মতো এবার বগুড়ার সান্তাহারে হিন্দুুর বাড়িতে চড়াও হয়ে বাড়ির নিরাপত্তা বেষ্টনী ও বাগান ভাংচুর করে সব মাল লোপাট এবং বাড়ির মালিককে লাঞ্ছিত করার অভিযোগ মিলেছে। এঅভিযোগ সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর বিরুদ্ধে। এঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার আইনের আশ্রয় নেয়ার জন্য থানায় গেলেও পুলিশ মামলা বা অভিযোগ কোনটিই গ্রহণ করেনি। সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের শিক্ষক ও দৈনিক বাজার এলাকার মুরগি পট্টির বাসিন্দা দিলীপ গুপ্ত ও তার বড় ভাই দিপু গুপ্ত সাংবাদিকদের জানিয়েছেন, তাদের বাবা বাজার এলাকায় সাবেক ৩১৭ নং দাগের কাতে কিছু জমি কিনে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। প্রায় ৩৫ বছর পূর্বে বাড়ির উত্তর পাশের অবশিষ্ট জায়গায় বাড়ির নিরাপত্তার জন্য টিনের বেড়ার বেষ্টনী দিয়ে সেখানে বাগান করে ভোগ দখল করে আসছে।

সর্বশেষ ভূমি জরিপ বা হাল রেকর্ডকালে তাদের অজ্ঞাতে ওই স্থানের জায়গা খাস রেকর্ডভুক্ত হয়। এনিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি নিয়ে গুপ্ত পরিবারের সঙ্গে প্রতিপক্ষ প্রদীপ কুমারের বিরোধ বাধে। এর প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ কয়েক দফা সালিশ বৈঠক করে। কিন্তু তেমন কোন সিদ্ধান্ত হয়নি।

এমতাবস্থায় পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিবদমান ওই জায়গার ওপর দিয়ে রাস্তা করার কথা বলে বৃহস্পতিবার দুপুরে তার লোকজন পাঠিয়ে দেয়। মেয়রের লোকজন শিক্ষক দিলীপের বাড়িতে চড়াও হয়ে বাড়ির নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে সব মাল নিয়ে যায় এবং বাগান ভেঙ্গে তছনছ করে ফেলে। এ সময় বাধা দিলে মেয়র ও বিএনপি নেতার লোকজন দিলীপ গুপ্তের বড় ভাই দিপু গুপ্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রাসেল মনজুরকে জানিয়ে প্রতিকারের জন্য মৌখিক আবেদন করে ক্ষতিগ্রস্ত পরিবার। তিনি পরিদর্শনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

কিন্তু শুক্রবার সকালে ফের লোকজন পাঠায় মেয়র। এনিয়ে চরম উত্তেজনা দেখা দেয়। এব্যাপারে মেয়র ও বিএনপি নেতা সাংবাদিকদের বলেন, ওই স্থান দিয়ে রাস্তা করা হবে। পক্ষান্তরে বাজার কমিটির লোকজন জানান, মেয়র তাদের জানিয়েছেন বাজারের জায়গা বৃদ্ধি করে দেয়ার জন্য ওই কাজ করাচ্ছে। এঘটনায় ওই হিন্দু পরিবারের প্রধান দিপু গুপ্ত আইনের আশ্রয় নেয়ার জন্য শুক্রবার আদমদীঘি থানায় গেলে পুলিশ মামলা বা অভিযোগ কোনটিই গ্রহণ করেনি।

খাস ভূমি বা সরকারী স্বার্থ জড়িত রয়েছে এ অজুহাতে তাদের আদালতে মামলা করার কথা বলে বিদায় দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দিপু গুপ্ত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.