আমাদের কথা খুঁজে নিন

   

রোজার আগেই ইসলামিক টিভি খুলে দেয়ার আবেদন

অযথা ঝগড়া বিবাদ ভাল লাগে না। শিক্ষা বলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়। সু শিক্ষা চাই সর্বত্র। গত ৫ মে হেফাজতের মতিঝিল অবস্থানের ঘটনায় দেশের একমাত্র ইসলামিক চ্যানেল ইসলামিক টেলিভিশন বন্ধ করে দেয় সরকার। ঠিক কি কারনে এই চ্যানেল বন্ধ করে দেয়া হল তার কোন সুপষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি এখনো।

এ টিভি বন্ধের সাথে সাথে সারা দেশের ৬৪ জন জেলা প্রতিনিধি বেকার হয়ে গেছে। যাদের মধ্যে আমিও একজন। এ ছাড়া টেলিভিশনের স্টাফ রিপোর্টার, কর্মকর্তা, কর্মচারীরাও এখন বেকার। ৯ম জাতীয় সংসদ নির্বাচনের সময় বর্তমান মহাজোট নেতারা বলেছিল, প্রতি ঘরে একজনকে চাকুরী দিবে। তাদের এ কথায় আমি বিশ্বাস করতাম।

তবে এখন মনে হচ্ছে চাকুরী দেয়া নয় বরং বেকার করাই তাদের লক্ষ্য। ১৯৯০ সাল পর্যন্ত দেশে সব দল গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল। আমিও এ সেই আন্দোলনের একজন ক্ষুদ্র সৈনিক। সেদিন নেতাদের কথায় স্বপ্ন দেখতাম সত্যিকারের গণতন্ত্র, বাক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও বাংলাদেশ টেলিভিশনের স্বাধীনতার। তবে এখনো জনগণের টাকায় চলা ওই টিভিটি শুধুর সরকারের স্বার্থ রক্ষা করে।

এ বিষয়টি জনগণকে ভুলিয়ে দিয়েছে বেসরকারী টেলিভিশনগুলো। এখন ওইসব টিভি থেকে টাটকা খবর পাওয়ায় বিটিভি দেখেনাই বললেই চলে। ২০০৭ সালে শুরু হয় ইসলামিক টিভি। এ টেলিভিশনে খবর থাকলেও বেশীর ভাগ অনুষ্ঠান ধর্মীয়। ড. জাকির নায়েকের লেকচার বাংলায় ডাবিং করে প্রচার করায় এ টিভির দর্শক সংখ্যা ক্রমশ বাড়তে থাকে।

বিশেষ করে পবিত্র রমজান মাসে অনেক দর্শক এ টিভি দেখে। এ ছাড়া ধর্মনুরাগী একটি বিশাল সংখ্যাক দর্শকও ইসলামিক টিভির নিয়মিত দর্শক। আমি মনে করি হঠাৎ করে এ টিভি বন্ধ করে দিয়ে অনেক দর্শকের প্রশ্নের সম্মুখীন হয়েছেন সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণতন্ত্রের মানস কণ্যা বলে থাকেন অনেকে। যদিও তিনি তাইই হন তবে গণতন্ত্রের স্বার্থেই ইসলামিক টিভি খুল দিবেন আশা করি।

আর মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুকে সারাজীবন দেখেছি গণতন্ত্র ও বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে। তাই তিনি তথ্য মন্ত্রনালয়ের দায়িত্বে থাকাকালিন এমন কান্ড আমার মত অনেককে অবাক করে। যদি কোন ভুল হয়ে থাকে তা চিহ্নিত করে আইনী ব্যবস্থা নেয়া যেতে পারে। একটি ভুলের জন্য শতাধিক স্টাফের ভাগ্য চাকা থামিয়ে দেয়া কতটুকু যুক্তি সঙ্গত। সেই প্রশ্ন রইল মাননীয় তথ্য মন্ত্রীর কাছে।

পরিশেষে সরকারের কাছে অনুরোধ রাখব, মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে পরিচিত পবিত্র মাহে রমজান শুরুর আগেই ইসলামিক টিভি খুলে দেয়ার জন্য। এ মাসে বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ ইসলামিক টিভি বেশী বেশী দেখে। আনোয়ার হাসান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ইসলামিক টিভি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।