আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধ করে দেয়া হোক 'ডরিমন চ্যানেলে'র সম্প্রচার

সমাজকর্মী ডরিমন জ্বরে কাতর দেশের বাচ্চারা। বুঝে না বুঝে অনেক বাবা-মায়েরাও সেই জ্বরে কাতর। যেমন, বাচ্চা যদি...খেতে-পড়তে- গোসল করতে-ঘুমাতে-ঔষধ খেতে না চায় ইত্যাদি আরো অনেক ক্ষেত্রে...সাহায্য নিচ্ছে ডরিমনে'র। ডরিমনে'র কারনে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে, বাচ্চারা হিন্দি ভাষা মুখস্ত-ঠোটস্ত করে ফেলতেছে...অথচ, বাংলা ঠিক মত বলতেও পারছে না। অবস্থা এমন যে, এই মুহুর্তে যদি এই চ্যানেলে'র সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেয়া না হয় তাহলে আগামীতে দেশে ঠিক মত বাংলা বলার থেকে হিন্দি বলা ছেলে-মেয়ের সংখ্যা হয়ে যাবে বেশি। তাই, যত দ্রুত সম্ভব এই চ্যানেলটি্'র সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেয়া উচিৎ। বন্ধ করে দেয়া হোক 'ডরিমন চ্যানেলে'র সম্প্রচার।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.