আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধ হোক রাজনীতির নামে ছাত্রের ব্যবহার, বন্ধ হোক ক্যাম্পাসে রাজনীতি

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

রুদ্ধ হোক ক্যাম্পাসের দ্বার, পাটকেল বাজ অছাত্র আর পাঠ-ফেলবাজ রাজনীতিবিদ পাঠ্যালয়ে প্রবেশ। বন্ধ হোক শিক্ষার নীতিভ্রষ্ট্ শিক্ষকের আবদার, সরকারের তাবেদার, লাল-নীল-সাদার তোলপাড়। আমি পড়তে চাই, আমায় একটি সুন্দর ক্যাম্পাস দাও, আমার প্রতিভা আছে রাজনিতিক চাপে আমার শিক্ষাকে ধ্বংস কর না, দলীয় তন্ত্রে আমার মেধাকে বিচার কর না- অলক্ষ্যে ঝড়ে যাওয়া অনেক রাজনৈতিক শিকারে বলি হওয়া ছাত্রদের ডুকরে ওঠা আরতি ছিল এটি। আমার প্রচন্ড কষ্ট হয়, যখন দেখি একজন মেধাবী শিক্ষক (ভাল রেজাল্ট ও পদমর্যাদা বলে) রাজনৈতিক মূর্খ নেতাদের পাচাটা গোলাম হয়ে তাদের সুরে চটি খেলার মত নোংরা ভাসন দেন। আমার প্রচন্ড কষ্ট হয় যখন একজন ছাত্র রাজনৈতিক কারনে ভার্সিটি পরীক্ষা-ফলাফলে হয়রানির শিকার হয়। তাই ছাত্র ও শিক্ষক শিক্ষার স্বার্থে দেশের ভবিষ্যত শর্তে একে অপরের পরিপূরক হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাই ছাত্র রাজনীতি বন্ধ হোক আমি চাই । আশা করি সুস্থ্য সকল শিক্ষিত মানুষ এর পক্ষে রায় দিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.