আমাদের কথা খুঁজে নিন

   

ধেয়ে আসছে সৌরঝ

পৃথিবীর সব ভালোই আমার ভালো লাগে। পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি সৌর ঝড়। বৃহস্পতিবার এটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে বিদ্যুৎ ব্যবস্থা, স্যাটেলাইটের পরিভ্রমণ ও বিমান চলাচল বিঘœ হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। বিপুল পরিমাণ আয়নিত তরঙ্গবাহী এ সৌরঝড়টি বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে ৪টার মধ্যে পৃথিবীতে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (নোয়া) বিশেষজ্ঞরা।

এটি গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় সৌর ঝড় হতে যাচ্ছে বলে জানিয়েছেন তারা। নোয়ার বিশেষজ্ঞ জোসেফ কুনচেস বলেন, তিনটি স্তরের এ ঝড়টি গত মঙ্গলবার থেকেই পৃথিবীতে আসতে শুরু করেছে। প্রথম দফায় মঙ্গলবার শক্তিশালী সৌর তরঙ্গ পৃথিবীতে পৌঁছেছে। দ্বিতীয় দফায় বুধবার সৌর বিকিরণ পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আঘাত হানে। তিনি বলেন, বৃহস্পতিবার জ্যোতির্বলয় নিঃসরিত প্লাসমা মেঘ আঘাত হানবে পৃথিবীতে, এবং এ পর্যায়েই বিদ্যুৎ ব্যবস্থা, স্যাটেলাইটের পরিভ্রমণ এবং বিমান চলাচলে ও খনিজ তেল উত্তোলনের কাজে ব্যবহৃত জিপিএস ব্যবস্থাগুলো বিঘিœত হতে পারে।

সৌর ঝড়ের প্রভাব মেরু অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি লক্ষ করা যাবে। তাই বিমান চলাচলে এ অঞ্চলের রুটগুলোকে যথাসম্ভব এড়িয়ে চলতে বলা হয়েছে। এছাড়া উত্তরমেরুতে এ ঝড়ের প্রভাবে বর্ণিল ও অত্যন্ত উজ্জ্বল মেরুপ্রভা দেখা যাবে বলেও জানানো হয়েছে। এর আগে ১৯৭২ সালে একটি সৌর ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যে দূরপাল্লার টেলিফোন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। উৎসঃ বিডিনিউজ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।