আমাদের কথা খুঁজে নিন

   

বিহাইন্ড দ্য ক্যামেরা ০১

ও আচ্ছা এই বিষয়! খারাপ না কিন্তু হ্যালো !এই যে ভাই। কে না কে আমায় ডাকছে ভেবে পিছু ফিরে তাকালাম। সত্যিই তাই। এক লোক আমাকে এতো কাছ থেকেও হাত নেড়ে সশব্দে ডাকছে। কিন্তু লোকটাকে চিনি বলে মনে হলো না।

তবে সে যে আমাকেই ডাকছে আমি সে ব্যাপারে নিশ্চিত। আমি চলতি পথেই থেমে গেলাম। লোকটি্ আমার কাছে এসে বলল-ভাই আপনি ফারুক নাহ? আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। তারপরেও অত্যন্ত মোলায়েম গলায় ভদ্রভাবে বললাম-না ভাই আমি ফারুক নাহ। বাবা মা খাসি জবাই করে আমার নাম আলম রেখেছে।

লোকটি চোখে অবাক করা বিস্ময় নিয়ে বলে-কি আশ্চর্য ভাই,আপনার চেহারা ফারুকের সঙ্গে হুবহু মিলে। আমি মনে মনে বললাম-হু এহন তো কতো কিছুই মিলবো। লোকটি বলল-ভাই আপনার বাসা কোথায়? আমি বললাম-আমার বাসা এইতো কাছেই। লোকটি বলল-আচ্ছা দাদা আপনি ফারুক না হলে আপনাকে কোথায় দেখেছি বলুন তো? আমি বললাম-আরে কি মুশকিল!চেনা চেনা তো লাগতেই পারে । টিভি তে দেখছেন হয়তো ।

লোকটি বলল-কেন ভাই । আপনি কি নাটক ফিলিম করেন নাকি.? আমি বললাম-আরে না না সেটা বলল কে?আমি তো রাইটার। নাটক ফিল্ম লেখি । পাশাপাশি ডিরেক্টর ও । হযতো নাটক নাটিকার শেষ দৃশ্যতে আমার নামটুকু দেখে থাকবেন।

লোক টি এবার বিগলিত হয়ে আমায় বলল-ভাই এ পর্যন্ত কয়টা নাটক ফিলিম লেখছেন ভাই। আমি বললাম-কয়টা সেটা গোনা হয়নি,কিন্তু কয়েকটার নাম মনে আছে। লোকটি আবদার করে বলল-ভাই কটা নাটক ফিলিমের নাম বলেন যদি সময় সুযোগ হয় দেখবো । আমি বললাম -বললে মনে থাকবে নাকি লিখে নিবেন? লোকটি জানাল যে তার বললেই মনে থাকবে। কিছু ফিল্মের নাম বলার পর লোকটি বলল-আরে অনেক ফিল্ম তো! আমি বললাম-আসলে আমরা যারা পর্দার পেছনে থাকি তাদের কে তো মানুষ কম চেনে।

তাছাড়া আপনার মতো বিচক্ষণ লোকই বা কয়জন আছে বলুন। যেমন দেখেন আপনি আমার নাম পড়েই আমার ফেইস মনে করে ফেলেছেন। তাই না? লোকটি এই পর্যায়ে আমার কথায় সায় দিয়ে বোকার মতো মাথা নাড়ে। আমি ভাবছি মানুষ কি এতোই বোকা । তাছাড়া আজকাল নাটক কয়জন ই বা দেখে।

নাকি বেটা ধান্দাবাজ ?হযতো একটু পরেই বলবে-ভাই এই মুহুর্তে রাস্তা পুরাই ফাকা। দেন দেখি মানিব্যাগটা দেখি । কয টাকা আছে চেক করি। ভালোয় ভালোই দেন নইলে হয়তো আপনের ভুড়িটা ভাজি করতে হইবো । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.