আমাদের কথা খুঁজে নিন

   

জাকির নায়েকের বিরুদ্ধে ব্লগার সোলাইমান ও কিছু কথা।

আপনার আগমন শুভ হোক। সম্রাট আকবর ইসলাম ধর্মের সাথে হিন্দুদের ধর্মের সংমিশ্রণ ঘটিয়ে “দ্বীন-এ-ইলাহী” প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। । একই ভাবে জাকির নায়েক সকল ধর্মকে একই প্লাটফর্মে এনে নতুন এক ফিৎনার সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তার কিছু বিভ্রান্তিমুলক বক্তব্য এবং তার জবাব তুলে ধরার চেষ্টা করব।

উপরের বোল্ড লেখা গুলো ব্লগার সোলাইমান লেখা থেকে নিলাম এই কারনে-------- বাংলাদেশের আলেম উলামাদের জ্ঞান কত টুকু তা দেখিয়ে দেওয়ার জন্য। এবার পড়তে থাকুনঃঃঃঃঃ ১। সম্রাট আকবর একজন নাস্তিক ছিলেন না। তিনি নিজের প্রচারিত একটি ধর্ম পালন করতেন। প্রথম জীবনে তিনি সুন্নি মুসলমান ছিলেন কিন্ত আলেমদের পরষ্পরের মধ্যে কুৎসা রটনার করনে ইসলাম থেকে তিনি অনেক দূরে সরে যান।

এক সময় তিনি নিজেই একটি ধর্ম প্রচার করেন। তিনি নাস্তিক নন তিনি কাফের। ২। সম্রাট আকবর তার সেনাবাহিনীর কথোপকথনের জন্য একটি সামরিক ভাষা তৈরী করেছিলেন যার নাম উর্দু। এই ভাষাতেই প্রথম তার ধর্ম গ্রস্থটি লেখা হয়।

উর্দু ভাষার বেশীর ভাগ শব্দ হিন্দি ও ফারসী আর বর্ণ গুলো আরবির আদলে তৈরী। মুসলমানদের তার ধর্মে আকৃষ্ট করার জন্য সে এই কৌশলটি নিয়েছিল। এবার বলুনতো উর্দু ভাষাটি কি কোন পবিত্র ভাষা? উর্দু ভাষার বয়স কত? বাংলদেশের মাদ্রাসায় উর্দু পড়ানো কি উচিৎ? হুজুররা ওয়াজের মাঝে এতো বেশী উর্দু বয়ান করেন কেন? সম্রাট আকবরের প্রতি তাদের এতো আকর্ষণ কেন? এ প্রশ্নগুলোর উত্তর খুজে দেখুন আগে। তারপর জাকির নায়েক নিয়ে ভাবতে থাকুন। এ জন্য এক সাগর জ্ঞান দরকার।

আমাদের এখনও এতো জ্ঞান হয়নি, আমরা মুসলমানরা জ্ঞানের মর্যাদা দিতে জানি না। সকলকে ধন্যবাদ। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.