আমাদের কথা খুঁজে নিন

   

আলোর প্রভাত

Rakibul Bassar Rakib এভাবে কটা রাত কাটাবো জেগে ? কতোদিন প্রতীক্ষার দ্যোদুল কোলে মাথা রেখে গুণবো তারা ? কতো আর আঙুলে গুণে গুণে হিসেব কষে যাবো নিরুর্দিষ্ট সময়ের ? আর কতো বিষণ্নতা দিয়ে ভেজাবো শিশির সিক্ত কবিতার পাতা ? নিঃসঙ্গ প্রতীক্ষা নিয়ে অনামিকার শুন্যতা ছুঁয়ে শুধু ধ্রুবতারা দেখে কেটে যাবে আর কতো প্রহর ? এবার একটি চিঠি লিখে দিবো সপ্তর্ষি মন্ডলের ঠিকানায় , সে উত্তর জানিয়ে দিক , কতো বাকী রাত , আর আলোর প্রভাত -! এভাবে কটা রাত কাটাবো জেগে ? কতোদিন প্রতীক্ষার দ্যোদুল কোলে মাথা রেখে গুণবো তারা ? কতো আর আঙুলে গুণে গুণে হিসেব কষে যাবো নিরুর্দিষ্ট সময়ের ? আর কতো বিষণ্নতা দিয়ে ভেজাবো শিশির সিক্ত কবিতার পাতা ? নিঃসঙ্গ প্রতীক্ষা নিয়ে অনামিকার শুন্যতা ছুঁয়ে শুধু ধ্রুবতারা দেখে কেটে যাবে আর কতো প্রহর ? এবার একটি চিঠি লিখে দিবো সপ্তর্ষি মন্ডলের ঠিকানায় , সে উত্তর জানিয়ে দিক , কতো বাকী রাত , আর আলোর প্রভাত -!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.