আমাদের কথা খুঁজে নিন

   

সাভার সাহিত্য সংসদের ৩৬তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Good সাভার সাহিত্য সংসদের ৩৬তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত গত ০২ মার্চ,২০১২ বিকাল ৫টায় দৈনিক ফুলকি কার্যালয়ে সাভার সাহিত্য সংসদের ৩৬তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। অত্যšত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত আড্ডায় সভাপতিত্ব করেন ঐতিহ্যের কবি মনসুর আজিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি বুলবুল সরওয়ার, বিশেষ অতিথি ছিলেন লেখক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আলোচনায় অংশগ্রহণ করেন গবেষক হাসান রাউফুন ও মালেক মাহমুদ। লেখা পাঠে অংশগ্রহণ করেন কবি বুলবুল সরওয়ার, কবি মনসুর আজিজ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, হাসান রাউফুন, ছড়াকার মালেক মাহমুদ, কবি মনির মহম্মদ, গল্পকার কুদরত-ই-খুদা, ছড়াকার প্রহরী মনিরুজ্জামান। আড্ডা শেষে সদ্য প্রকাশিত গ্রন্থের প্রদর্শনীতে অংশ নেন অতিথিবৃন্দ।

অতিথিবৃন্দের হাতে শোভা পায় কবি মনসুর আজিজ এর কবিতার বই জোড়াপাখি ফুলের রুমাল, ছড়াকার মালেক মাহমুদ এর ছড়াগ্রন্থ শত ফুলের ঢেউ, হাসান রাউফুনের ছন্দ শেখার কলাকৌশল। কবিতা- গল্প -আড্ডায় মেতে ওঠেন সবাই। চলে চুলচেরা বিশ্লেষণ। উঠে আসে বর্তমান বাংলা কবিতার সাথে অন্যান্য ভাষার কবিতার মিল-অমিল। সভাপতির ধন্যবাদের মাধ্যমে সমাপ্তি হয় ৩৬তম আড্ডার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।