আমাদের কথা খুঁজে নিন

   

সাভার ট্র্যাজেডি

সাভারের “রানা প্লাজায়” আক্রান্ত দুঃস্থ মানুষদের পাশে মানবিক সাহায্য নিয়ে যাওয়ার জন্য আমরা একটি টিম গঠন করি ২৬শে এপ্রিল বিকেল বেলা৤ টিমে ছিলাম আমরা ১৩ (তের) জন৤ টিম মেম্বার হিসেবে ছিলেন ফয়েজ , জেসমিন, লাল, লিজ , আজাদ , এবং অন্যান্যরা৤ ত্রাণ হিসেবে আমরা সংগ্রহ করি ১০০ ইউনিট করে মুড়ি গুড় ২ লিটার ও আধা পানি , ৫০ পিস করে টি শার্ট, লুঙ্গী , পেটিকোট ও ম্যাক্সি৤ ত্রাণ ও ত্রাণকর্মী বহনের জন্য আমরা ব্যবহার করি আগপে মিশন স্কুলের স্কুল বাস৤ সকাল ৮:০০ টায় ত্রাণ সামগ্রি নিয়ে আমরা যখন সাভারের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন রাস্তায় গার্মেনস শ্রমিক ও পুলিশের মধ্যে চলছিল চরম উত্তেজনা৤এই গুলাগুলির ভেতরে জীবনের ঝুকি নিয়ে আমরা পৌছে গেলাম সাভার ৤ প্রাথমিক মাঠ জরিপ করে আমরা চিহ্নিত করলাম যে, আমাদের ত্রাণ সামগ্রি আমরা “এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে বন্টন করবো৤ আমরা দু’টি দলে ভাগ হয়ে ত্রাণ বন্টন শুরু করলাম৤ পুরুষ দলের নেতৃত্বে রইলো ফয়েজ আহমেদ এবং মহিলা দলের নেতৃত্ব রইলেন অস্ট্রেলিয়ান ভলানটিয়ার লিজ৤ নির্বাচিত ওয়ার্ড গুলিতে আক্রান্ত মানুষদের হাতে আমরা ত্রাণ সামগ্রি পৌছে দিলাম৤ সাভার ট্র্যাজেডি আবারো প্রমান করলো দুঃসময়ে বাংলাদেশের মানুষ কতটা ঐক্যবদ্ধ৤ সাভার ট্র্যাজেডি সামাজিক পুজির এক উজ্জল দৃষ্টান্ত৤


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।