আমাদের কথা খুঁজে নিন

   

সাভার

আমি সাধারণ মানুষ রিমান্ডেও সোহেল রানা বলেন,'একদিন না একদিন জেল থেকে বের হব। সেদিন কাউকে ছাড়বো না। সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানার রিমান্ডে থাকা অবস্থায়ও আস্ফাালন কমেনি। জিজ্ঞাসাবাদের সময় তিনি ডিবি কর্মকর্তাদের বলেছেন, 'একদিন না একদিন জেল থেকে বের হব। সেদিন কাউকে ছাড়বো না।

যাদের কারণে মায়ের লাশ দেখতে পারলাম না, তাদেরকে দেখে নেব। ' ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের এক পদস্থ কর্মকর্তা এ তথ্য জানিয়ে গতকাল বলেন, রানা বলেছেন, 'পলাতক থাকা অবস্থায় তার মা মারা গেছে। তাকে দেখতে যাওয়ার ইচ্ছা ছিল। দলের উচ্চ পর্যায় থেকে নিষেধ থাকা সত্ত্বেও স্থানীয় নেতা-কর্মীরা যেতে বলেছিল। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ভয়ে যেতে পারিনি'।

জানা গেছে, ১৫ দিনের রিমান্ডের দ্বিতীয় দিনে পুলিশকে রানা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মুখ খুলতে শুরু করেছেন তিনি। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, গার্মেন্টস মালিক এবং রানার বক্তব্যের মধ্যে বেশকিছু বিষয়ে পরস্পর বিরোধিতা পাওয়া যাচ্ছে। এসব বিষয় যাচাই-বাছাই করতেই তাদের মুখোমুখি করা হচ্ছে। আশা করছি শিগগিরই আনেক বিষয় পরিষ্কার হওয়া যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।