আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলার বইয়েরা

স্মৃতিগুলো একপাল কুকুরের মত খিঁচিয়ে ধাড়ালো দাঁত মনের পেছনে করে তাড়া এবার বইমেলা থেকে কিছু বই কিনলাম। কথাপ্রকাশ নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা- সমর সেন বাঙালির লৌকিক ধর্ম- মফিজুর রহমান রুন্নু শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা জীবনের বর্ণচ্ছটা- সুনীল গঙ্গোপাধ্যায় বাংলাদেশের জেলা পরিচিতি ও নামকরণের ইতিহাস- মুহা. কামরুজ্জামান সভ্যতার মর্মপীড়া- সিগমুন্ড ফ্রয়েড ভারতীয় শাস্ত্রে নারীকথা- সিরাজ সালেকীন দ্য বুক অব লিস্টস- ইশতিয়াক হাসান ফারুক প্রতি বছরই টাকা জমিয়ে কিছু না কিছু বই কিনি। এবার হাতে একদমই টাকা ছিল না বই কেনার পর দেখি পকেট পুরা ফাঁকা! কবে যে নিজের রোজগারের টাকা দিয়ে বই কিনব! "বই কিনে কেউ দেউলিয়া হয় না"- কথাডা যে কেন কইল!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।