আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলার ডবল দুঃখ



সব ব্লগারুরা মহানন্দে আছে, বইমেলায় গিয়ে আড্ডাবাজী করছেন, নতুন বই নাড়াচাড়া করছেন, এক দুইটা কেনা বিক্কিরিও [ব্লগে নামে বেনামে খ্যাতিমান লেখক+লেখিকারা বিচরণ করেন হে হে হে] করছেন। আমি এখন আছি ডবল মনঃকষ্টে। এক নম্বর ঢাকার প্লাস দেশের বাইরে আছি, ফলে বইমেলার হাজার মাইলের আশেপাশেও নাই। তাই বিনামূল্যে বই ঘাটাঘাটির মহানন্দ থেকে মহা বঞ্চিত হচ্ছিঃ(। আর সবাই বসে বসে আড্ডাবাজী করছেন সেটাও মিস করছি।

দ্বিতীয় সমস্যা হল, বাংলাদেশের প্রকাশিত সকল বইয়ের সিংহভাগই বইমেলায় বের হয়, (সেবা প্রকাশনী বাদে, প্রতি মাসে একটা মাসুদ রানা, একটা তিন গোয়েন্দা এন্ড সো অন... ) আর আমার বইমেলা সাইটের আপডেট ঝাড়ামোছা করার এখনি পার্ফেক্ট সময় ছিল, মাগার ভিসার হাবিজাবি হবার কারনে আগামী দুই তিন মাসের আগে ঢাকায় পা দেয়া হচ্ছে না। এখন নতুন বইগুলোর কি করি? আগামী সপ্তাহখানেকের মধ্যে এই বছরের বুকলেটগুলো পেয়ে যাব বলে মনে হয়। কিন্তু সমস্যা যেটা থেকে যাচ্ছে যে, নতুন বইগুলোর প্রচ্ছদ। ওইগুলো হাতে পেতে আবার বছর ঘুরবে। যারা মেলায় নিয়মিত যাচ্ছেন, তারা যদি ফোন বা ক্যামেরা দিয়ে কিছু নতুন বইটইয়ের প্রচ্ছদ পাঠিয়ে দিতে পারতেন তো বিশাল উপকার হত।

ইমেইল তৃতীয় মাগার ছোট সমস্যা হল, বই মেলা শুরু হইবার পর আমার সাইটের কাস্টমাররা হাওয়া হয়ে গেছেন। নতুন বইয়ের অপেক্ষা নাকি ডরাইসেন? পুরান বইটই সব পড়া হয়ে থাকলে তো কমপক্ষে রিভিউ লিখতে পারেন, রেটিং করতে পারেনঃ) সবাই আমন্ত্রিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।