আমাদের কথা খুঁজে নিন

   

আমার একাকী জীবন

ব্লগ লেখার ব্যাপারে আমি একাবারেই নতুন । অনেক দিন ধরেই আক্ষেপ ছিল বাংলা অক্ষরে লিখতে পারছি না বলে । একে তো দেশের বাইরে আছি বলে বাংলায় কথা বলতে পারছি না তার উপর লেখাটার কোনো চর্চা থাকছে না। নিজের ভাষায় লেখার জন্য মনটা ভীষন উতলা হয়ে পরেছিল। যাক্‌ শেষ পর্যন্ত বাংলায় যে লিখতে পারছি এর চেয়ে আর বড় পাওয়া কি হতে পারে ! মালয়েশিয়া বাংলাদেশ থেকে খুব দূরে নয় ।

ফ্লাইটে মাত্র ৪ ঘণ্টার পথ । কিন্তু মনে হয় কত্ত দূরে আছি। বন্ধু -বান্ধব , আত্নীয় -স্বজন ছেড়ে কত দূরে । মাঝে মাঝে অনেক কষ্ট হয় । দেশের জন্য, দেশের মানুষের জন্য ।

কিন্তু উপায় তো নেই । অবশ্য এই দেশটাও খুব সুন্দর কিছুটা বাংলাদেশের মতই । চারদিকে উচুঁ উচুঁ পাহাড় আর পাহাড়ের নিচে ছোট্ট ছোট্ট লাল টালির বাড়ি । দেখতে চমৎকার লাগে । প্রচুর বৃষ্টি হয় বলে গাছ-পালাও সবুজ ।

এ দেশে ঋতু মাত্র একটা । অনেকে বলে এটা চির বসন্তের দেশ । নানা ফুলের সমারোহ চারিদিকে । আর সারাদিন এত কোকিল ডাকে যে মাঝে মাঝে আমার মাথা খারাপ হওয়ার যোগাড় হয় । প্রায় দিনই বিকেলে বৃষ্টি হয় ।

বৃষ্টি ধোয়া বিকেল আমার মনটা ভাল করে দেয় । এত সৌন্দর্য দেখেও আমার মন ভরে না । মনে হয় আমাদের দেশের কাছে এ সৌন্দর্য কিছুই না । আজ অনেক অনেক দিন পর খুব ভাল লাগছে নিজের অনুভূতিগুলো শেয়ার করতে পেরে । মনে হচ্ছে অনেকদিন পর প্রাণ খুলে নিঃশ্বাস নিলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।