আমাদের কথা খুঁজে নিন

   

পাসওয়ার্ড নিয়ে ঝামেলা !!!!!!!

মন ভাল নেই... এমন সহজ একটা পাসওয়ার্ড দেবো যে কেউ কল্পনাও করতে পারবে না! বিশ্বাস করুন, এমন চালাকি এডগার অ্যালান পো’র গোয়েন্দা গল্পে সম্ভব হতে পারে। বাস্তবে ইন্টারনেটের সাইটে এমন পাসওয়ার্ড ব্যবহার করা ঠিক নয়, যা সহজেই অনুমান করা যায়। কারণ, হ্যাকাররা প্রাথমিক পর্যায়ে নিরাপত্তা ভাঙ্গতে এইসব কমন পাসওয়ার্ডগুলোই ব্যবহার করে। এটা হ্যাকিংয়ের সহজ কৌশল। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ডগুলোর একটি হলো 'password1'।

মাত্র ১০ ঘন্টা পরিশ্রম করেই একটি প্রতিষ্ঠানটি এমন দুই লাখ পাসওয়ার্ডধারী খুঁজে পেয়েছে যারা এই পাসওয়ার্ডটি ব্যবহার করেন। মজার এবং ভয়ের বিষয় হলো কৌশলী পাসওয়ার্ড ভেবে এটি ব্যবহার করলেও এটি এখন কমন হয়ে গেছে। নয় অক্ষরের এই পাসওয়ার্ড ব্যক্তিগত তো বটেই, এমনকি ব্যবসাক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। আর এ কারণে হ্যাকারের সহজ শিকারে পরিণত হচ্ছেন অনেকেই। জানামতে বিশ্বের মাত্র পাঁচ শতাংশ পাসওয়ার্ডে বৈচিত্র রয়েছে।

তাছাড়া সাত অক্ষরের পাসওয়ার্ড আছে ৭০ ট্রিলিয়ন। আর আট অক্ষরের পাসওয়ার্ড আছে ছয় কোয়াড্রিলিয়ন । নয় অক্ষরের পাসওয়ার্ডকে শক্তিশালী বিবেচনা করা হলেও সেটা সবক্ষেত্রে সঠিক নয়। সবারই ‘আনকমন’ পাসওয়ার্ড ব্যবহার উচিৎ। যদি আপনার মনে হয় পাসওয়ার্ডটি অন্য কারো পক্ষে অনুমান করা সম্ভব, তবে অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদে সুরক্ষিত অবস্থান নিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.