আমাদের কথা খুঁজে নিন

   

প্রণোদনার খবরে সূচক ঊর্ধ্বমুখী

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচকে ওঠানামার পর দিন শেষে সূচক সামান্য বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সামান্য কমেছে। তবে দুই বাজারেই লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। রবিবার অর্থমন্ত্রীর শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণার খবরে ডিএসইর সূচক কিছুটা উর্ধ্বমুখী হয়েছে। গতকাল ডিএসইতে মোট ২৫৬টি কোম্পানির ৬ কোটি ৫১ লাখ ৩১ হাজার ০৭৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

মোট লেনদেনের পরিমাণ ২৭৩ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯৭ টাকা। যা আগের দিনের চেয়ে ১৩৪ কোটি ৯২ লাখ টাকা কম। অন্যদিকে সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৭ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৮ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৬৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৫৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।

রবিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিঃ, ইউনাইটেড এয়ারওয়েজ, পিএলএফএসএল, সামিট পাওয়ার, যমুনা অয়েল, গ্রামীণফোন, আরএন স্পিনিং, আফতাব অটো, বিডি থাই ও এমআই সিমেন্ট। অন্যদিকে সিএসইতে সার্বিক মূল্যসূচক ২১ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩ হাজার ১০৭ দশমিক ৩১ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টিরই দাম বেড়েছে। কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট ৩৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১০ কোটি টাকা কম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।