আমাদের কথা খুঁজে নিন

   

প্রণোদনার দুই বছরেও গতি ফেরেনি শেয়ারবাজারে

বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজের দুই বছরে গতি ফেরেনি শেয়ারবাজারে। বরং প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর অনেকে নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সর্বশেষ গত আগস্ট মাসে শেয়ারবাজারে ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল ছাড় করেও কোনো অগ্রগতি দেখা যায়নি। কর্তৃপক্ষের নজরদারি, সার্ভিলেন্স করে শেয়ার কারসাজি ঠেকাতে পারেনি। ফলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা কোনো সুফল পাননি।

বিশ্লেষকরা বলছেন, বাজারে কারসাজিকারীদের ঠেকাতে পারেনি কর্তৃপক্ষ। প্রণোদনা বাস্তবায়নে কর্তৃপক্ষ আন্তরিক নয়। ২০১১ সালের ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বহুল আলোচিত প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদের জন্য ২০টি পদক্ষেপসহ ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিশেষ স্কিম ঘোষণা করা হয়। কিন্তু প্রণোদনা ঘোষণা-পরবর্তী দুই বছরের মাথায় এসে অধিকাংশ বিনিয়োগকারী একাধিকবার লোকসানে থাকা শেয়ার সমন্বয় করেও চরম লোকসানের মুখে রয়েছেন।

গত ২৯ মে বাংলাদেশ ব্যাংক ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করে। গত জুলাই মাসের প্রথম সপ্তাহে ৩০০ কোটি টাকা ছাড় করে কেন্দ্রীয় ব্যাংক। আইসিবির তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ করতে এ তহবিল থেকে ঋণ দেওয়ার জন্য ছাড় করা হয়। গত দুই মাসে বিভিন্ন শর্তের কারণে ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক ঋণ নেওয়ার তেমন আগ্রহ দেখায়নি। কয়েক দফা যাচাই-বাছাই শেষে এসইসি ১৬ লাখ ৪৮ হাজার ৮৩ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর তালিকা প্রকাশ করে ২০১২ সালে।

এসব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস কর্তৃপক্ষ ৯১৩ কোটি টাকার কথা জানায়। সে হিসাবেই ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়। তবে তহবিল এখনো আইসিবির কাছে পড়ে আছে। অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষক আবু আহমেদ বলেন, বিএসইসির ঘোষিত প্রণোদনা বাজারের স্থিতিশীলতায় কতটুকু ভূমিকা রেখেছে সেটা তারাই ভালো বলতে পারবেন। ঘোষিত প্রণোদনা ভবিষ্যতে বাজারে কেমন প্রভাব ফেলবে সেটি পরের বিষয়।

কিন্তু বাজরের অধিকাংশ বিনিয়োগকারী বর্তমানে অনেক লোকসানের মুখে রয়েছেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।