আমাদের কথা খুঁজে নিন

   

‎"অলিখিত পত্র"

https://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/1044271_677079348975727_901576309_n.jpg প্রথম যেদিন তোমার প্রেমে পরেছিলাম। বন্ধুরা সেদিন আমাকে উপহাস করত, ঠাট্টার ছলে বলত "বাচ্চা মেয়ের প্রেমিক। তোমার আর আমার বয়সের পার্থক্য খুব বেশি হয়ত ছিলনা। আট বছর কিংবা দশ । আমিও মাঝে মাঝে ভাবতাম- পার্থক্যটা কি খুব বেশি হয়ে গেছে? আমার মাঝে সূক্ষ একটা অপরাধ বোধ কাজ করত ।

আমি তোমার কিশোরী বয়সের দূর্বলতাকে গ্রহণ করছিনা তো? মনকে এই বলে শান্তনা দিতাম, হয়ত কোনো একদিন বয়সের এই পার্থক্য ঘুচে যাবে । বুকের মাঝে পাহাড় সমান ভালবাসা, মরুভূমি সম কাছে পাওয়ার তৃষ্ণা নিয়ে অপেক্ষার প্রহর গুনতাম। ভাবতাম, কোনো একদিন তোমার অপরিপক্ক মনে আমার জন্য ভালবাসার সৃষ্টি হবে । আমার সেই অপেক্ষার অসহনীয় ব্যথা জীবনকে বিষিয়ে তুলেছিল। সপ্নভঙ্গের ভয় প্রতিনিয়ত আমার পৃথিবীকে বায়ু শূন্য করে দিত।

বুকের মাঝে খুব ব্যথা অনুভব করতাম । তবুও বলতে পারতামনা আমার না বলা কথাগুলো। আমার সেদিনের সেই আকুলতা তুমি কি বুঝতে পেরেছিলে? তোমার মাঝে একটু একটু পরিবর্তন দেখতে পেয়েছিলাম সেদিন । তোমার একটু হাসি, বাঁকা চোখের একটু চাহনিই মনে হয় আমাকে খুব বেশি সাহসী করে তুলেছিল । অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে বলেই ফেললাম- 'ভুলে যাবে নাতো?' তুমি মাথা নাড়লে, বললে 'কক্ষনো না' ।

'জীবন মরণ পাশে থাকবে তো?' আবার মাথা নাড়লে । তোমার সাড়া পেয়ে সেদিন মনে হয়েছিল আমি পৃথিবীর সব চাইতে সুখী । পৃথিবীর সবচেয়ে মমতাময়ী, নিষ্পাপ কিশোরীটির মালিকানা এখন আমার । আমি কখনই তোমাকে হারাতে দেবনা । যতটুকু ভালবাসায় একজন মানুষ চিরদিন পাশে থাকার অঙ্গীকার করে- তারচেয়ে তিনগুন ভালবাসা তোমায় দেব..।

গল্পের শুরুটা করেছিলাম আমি..। গল্পটা আরো একটু একটু করে বড় হলেও পারত। মান অভিমান, বিরহ মিলন । এসব ঘটনার ঘনঘটায় গল্পটা আরো একটু সুন্দর হতে পারত। কিন্তু হয়নি।

তুমি একদিন আমার সামনে এসে দাড়ালে । বললে 'ক্ষমা করে দিও, বাবা মায়ের ইচ্ছার মূল্য দিতে তোমাকে ত্যগ করতে হচ্ছে.. আমি খুব সরি'। আমি সেদিন কিছুই বলতে পারিনি। অবাক বিস্ময়ে তোমাকে দেখছিলাম । আমার অতি যত্নে, তিল তিল করে গড়া ভালোবাসাকে দেখছিলাম ।

আর মনে মনে ভাবছিলাম, আমার ছোট্ট সাথী আজ বড় হয়েছে । সে এখন বাবা মায়ের ইচ্ছার মূল্য দিতে শিখেছে !! শুধু মূল্যহীন হয়ে আজও একাকী পরে আছি আমি..!! (শাহজাহান আহমেদ)। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।