আমাদের কথা খুঁজে নিন

   

অলিখিত প্রেমপত্র

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

১)স্যাঁতস্যাঁতে বিষন্ন মলিন বর্ষাদিনে সদ্যখোলা সিগারেটের মোলায়েম উষ্ণতার মতো তোমাকে চুমুকে চুমুকে পান করি আজ সারাদিন বৃষ্টির কারাগারে বন্দী তবুও মুহূর্তগুলো অনাবিল আনন্দঘন হয়ে উঠে আরও একবার বেজে উঠলো ফোন, কেউ ডাকছে না, আর ডাকলেও সাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই আজ তোমার অতলে ডুবি ডুবে মরি সারাদিন আর সদ্যখোলা সিগারেটের মতো মোলায়েম উষ্ণতা তোমার ঠোঁটে ------------------------------------------------ ২) প্রেম আজন্ম কারাবাসের কোনো দাসখত নয় পাশাপাশি টিকে থাকা আনন্দে আহ্লাদে হেঁটে যাওয়া অবিরাম যতদুর যাওয়া যায়, যতদুর যেতে পারে ক্লন্ত শরীর আর এর পর আবারও শরীর জুড়ে বর্ষা নামে, বৃষ্টিমেদুর অবগাহনে তোমার ঠোঁট থেকে মোলায়েম উষ্ণতা শুঁষে নিয়ে বেঁচে উঠি পুনর্বার-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।