আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াকাটা , বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও আমাদের দেশের সরকার ---------! ! !

এক দিনের জন্য নায়ক হতে চাই । বাংলাদেশের প্রায় মোটামুটি সব যায়গায় বেরানো হয়েছে , কক্সবাজার গেছি , তার পরোও বরিশাল গেলাম বন্ধুর বিয়েতে এ জন্য কুয়াকাটা থেকে ঘুরে আসলাম । বাংলাদেশের সব প্রধান টুরিস্ট স্পটে ঘুরে, আমার একটা জিনিশ পরিষ্কার হয়ে গেছে যে এ দেশের মানুষ এত খারাপ ও এত বোকা আর সরকারের এত অনীহা, যা চিন্তাই করা যায়না । জন্মের পর থেকে শুন্তেছি যে কুয়াকাটা যাবার রাস্তা খারাপ, এখানে দেশি বিদেশি পর্যটকেরা যেতে পারেনা । কিন্তু কে শুনে কার কথা ।

সরকার কুন ব্যঙ্গয়ের মত বসে আছে । অন্য কোন দেশ থেকে কোন শিক্ষা নেয় না । কি আছে বিদেশে যা আমাদের দেশে নাই !!!!! একটা এত সুন্দর যায়গা, কিন্তু নাই কোন ভাল যাতায়াত ব্যাবস্থা, নাই কোন ভাল সরকারি বেসরকারি হোটেল( বেসরকারি দু একটা ভাল আছে), নাই কোন ভাল নিরাপত্ত্যা , নাই কোন ভাল অবকাঠামো । সাগর পারে অসংখ অপরিকল্পিত অবকাঠামো । রাত ১২ টার পর হোটেল থেকে ফোন দিলে গেট বন্ধ করে দিবে !!!! সাগর সৈকতে সারা রাত আনন্দ ফুর্তি হবে , নাচ গান হবে ।

কিছু গাইড আছে বাইক নিয়ে সাগর পারের বিভিন্য লোকেশনে ঘুরে নিয়া আসবে এজন্য অত্তন্ত্য বেশি টাকা দাবি করে । ভাল যাতায়াত ব্যাবস্থা না থাকার কাড়নে কোন বিদেশি পর্যটক চোখে পরল না । যারা থাইল্যান্ড বা ভারতে গেছেন তারা আমার সাথে একমত হবেন যে আমাদের দেশের লোকেশন কোন অংশে কম না কিন্তু সঠিক সরকারি পরিকল্পনা, অবকাঠামো, ভাল যাতায়াত ব্যাবস্থা, পর্যাপ্ত বিনোদন ব্যাবস্থার অভাব, টুরিস্ট গাইডের অভাব ইত্যাদি নানা কারণে এ শিল্প আজ কোন উন্নতি করতে পারছে না । কি আর বলব কোন কিছুতেই কোন সরকারের টনক নরে না । আজ আমরা রাজনৈতিক দলদের কাছে জিম্মি।

দেশের কোন উন্নতি নাই, শুধু আছে আখের গোছানোর কাজ । এসব কিছুর জন্য যেমন সরকার দায়ী পাশাপাশি দেশের জনগণ ও কম দায়ী না । কুয়াকাটা যাবার সময় বুড়িগঙ্গার পানি দেখলাম প্রায় ১২ বছর পর । বিশ্বাস করুন এ যেন মল মূত্রের ড্রেন !!!!!! ইস বিশ্বাস করুন দেখে আমার লজ্জ্যা লাগছে যে আমরা এ জাতি !!!!! আহা কত সুন্দর দেশ , আমরা কি করে রাখছি ??? লজ্জ্যা আমাদের । আমাদের সরকারের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.