দেয়ালের দু'ধারে- ----------------------------------------------- কিভাবে একটা দেয়াল দাঁড়িয়ে গেলো ওদের মধ্যে; ভিন্ন জীবন শুরু আর শুরু পরস্পরকে ভুলে যাবার আপ্রান চেষ্টা। যেখানে একদিন ভালোবাসা ছিলো সেখানে এখন স্নেহের ফসিল। ... তারা দুজন নতুন করে বাঁচার চেষ্টা করে, এক ছাদের স্বপ্ন নেমে আসে এক আকাশের বাস্তবে মাঝে মাঝে তারা দেয়ালের আড়ালে ছায়া খোঁজে এ সকালে তো ও শেষ বেলায়; কিন্তু যখন সূর্য্যটা থাকে মধ্য আকাশে- দেয়ালের ছায়া গ্রাস করে নেয় দেয়াল নিজেই। প্রখর রোদে পুড়তে থাকে ওরা দুজনই আর ভাবে তুমি বলেছিলে- " আমার শরীরে আটকে যাবে রোদ, আমি ছায়া হবো বাতাস থমকে গেলে ভয় কি? আমি এই আঁচল নাড়াবো; মহাকাল থেমে গেলে ভয় কি? হাত রেখো হাতে আমি আছি, শুনে নিও বুকের মধ্যে কান পেতে আমি বৃষ্টি, আমি ঝড়, নীরবতায় আমি শব্দ হবো তোমাকে তোমার চেয়ে আমি বেশি ভালোবেসে যাবো " পুড়ে পুড়ে ওরা ভাবে, ওরা ছাই হয়ে উড়ে যায় পূর্ববর্তী স্বপ্নদের মতো অভিনয় করে যায় ভালোবাসার, ভালো থাকার, মিছে বাঁচার। সব খেলা শেষ হয়ে গেলে দর্শকহীন গ্যালারীতে বসে ওরা চোখ রাখে কি শূণ্য নীরবতা গ্রাস করে চারপাশ থেকে ঠিক যেন আগের সেই দেয়াল কালে কালে চারগুন হয়ে প্রশ্ন করে- " ভালো আছো তো? বুকে হাত রেখে বলো ভালো আছো" দেয়ালের দুপাশে কান্নার শব্দ পাই, অভিন্ন, একটানা; একমাত্র এখানে ওরা দু'জন এখনো এক।। ---------------------------------------------------------১১।১১।১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।