আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারফোর্স ওয়ান- যুক্তরাস্ট্রের প্রেসিডেন্টের আকাশ যান, এক অসাধারণ প্লেন

২০১১ সেপ্টেম্বরে সিয়াটলে এয়ারফোর্স ওয়ান। এটা একটা বোয়িং ৭৪৭-২০০ বি (মডেল পরিবর্তনশীল) 'এয়ারফোর্স ওয়ান', মার্কিন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্টের আকাশে ভ্রমন করার এক অসাধারণ বাহন, ক্ষমতা, শৌর্য বীর্য আর বিত্তের এক অসাধারণ সংমিশ্রন। এখানে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন যে প্লেনে চড়বেন সেই প্লেনের নাম পরিচয় বা 'কল সাইন' হবে 'এয়ার ফোর্স ওয়ান'। প্রেসিডেন্ট জন এফ কেনেডির আগে পর্যন্ত সব প্রেসিডেন্টরাই প্রপেলার চালতি প্লেন ব্যাবহার করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের মার্কিন প্রসিডেন্ট রুজভেল্ট (১৯৩৩- ১৯৪৫) ব্যাবহার করতেন সি ৫৪, একটা প্রপেলার চালিত প্লেন যাকে বলা হত পবিত্র গরু (Sacred Cow)।

নীচে ছবি দেখুন: সাবেক জেনারেল, বিখ্যাত মার্কিন সেনাপতি পরে যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট আইসেন হাওয়ার (১৯৫৩- ১৯৬১) যাকে প্রিয়জনেরা আইখ সম্বোধন করত, তিনি ব্যাবহার করতেন কলাম্বাইন ৩ নামে একটা বিশাল প্রপেলার প্লেন। কলামবাইন ৩ (Columbine III) এর ছবি নীচে দেখুন: পরবর্তিতে বিমানের কারিগরি দিকে অনেক উন্নতি হয় এবং জেট প্লেন ব্যাবহার শুরু করেন যুক্তরাস্ট্রের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট জন ফিটজারেল্ড কেনেডি (১৯৬১-১৯৬৩)। তার ব্যাবহৃত প্লেনটা ছিল একটা সংস্কার করা বোয়িং ৭০৭। নীচে ছবি দেখুন। এই ধরনের প্লেন প্রেসিডেন্ট বিল ক্লিনটন পর্যন্ত ব্যবহৃত হয়।

এরপর আসল একটা ব্যাপক পরিবর্তন। এল বোয়িং ৭৪৭ জাম্বো জেট। এক আজদাহা প্লেন। ছবিতে দেখছেন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে সরকারী সফরে: এবার আসি সংক্ষেপে এই এয়ারফোর্স ওয়ান এর কিছু বিশেষ গুনাবলির কথা নিয়ে। অবশ্য সব তথ্য জানা সম্ভব নয়! *এটার ভিতরে ৪০০০ বর্গ ফুটের বিশাল বিলাস বহুল তিনতলা থাকা খাওয়ার জায়গা যেখানে ৭০ জন যাত্রী আর ২৬ জন ক্রু আরামে থাকতে পারেন।

প্রেসিডেন্টের জন্য রয়েছে আলাদা সব রকমের আরামদায়ক থাকা খাওয়ার ব্যাবস্হা। *এটা একবার ২৩০,০০০ লিটার তেল নিয়ে প্রায় অর্ধেক দুনিয়া ঘুরে আসতে পারে। তবে বাস্তবে এটা অনন্ত কাল উড়তে পারে কারন এর রয়েছে আকাশে উড়ন্ত অবস্হায় তেল ভরার বন্দোবস্ত (Midair Refueling)। * এটার সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ৫৯০- ৬০০ মাইল (৪৫০০০ ফুট উচুতে)। * এটা নিজস্ব ফ্লেয়ারের মাধ্যমে যে কোন হীট সিকিং মিসাইলকে এড়াতে সক্ষম।

* এটা প্রেসিডেন্টসহ কোথাও গেলে আগে পিছে কয়েকটা কারগো প্লেন সব লজিস্টিক সাপোর্ট মানে খাবার, পোষাক, লন্ড্রী ক্ষয়যোগ্য মালামাল ইত্যাদি নিয়ে যায়। * একটা 'সি ১৪১ স্টারলিফটার' কারগো প্লেন প্রেসিডেন্টের বিশেষ গাড়ীবহর (Motorcade) নিয়ে আগেই চলে যায়। জানেন নিশ্চই মার্কিন প্রেসিডেন্ট সব জায়গাতেই তাঁর নিজস্ব গাড়ীবহর ব্যাবহার করেন, যে জাহাজটা গাড়ীবহর নিয়ে যায় সেটার ছবি দেখুন: * এটাতে আছে ৫ তারকা হোটেলের মানের রান্নাঘর যেখানে ১০০ জনের রান্না একবারে হতে পারে। আর এটা ১০০ জনের ৬ দিনের কাঁচা খাবার মানে মাংশ, মাছ, সব্জি ইত্যাদি যা রান্না করে খাওয়া হবে তা সর্বদা বহন করে। *এটার কার্গো উঠানোর জন্য আছে নিজস্ব স্বাধীন ব্যাবস্হা।

মাল উঠানো নামানোর জন্য কোন এয়ারপোর্টের ফ্যাসিলিটির উপর নির্ভরশীল নয়। এটা অবশ্যই নিরাপত্তার জন্য। *এটা নিখুত ভাবে মুহুর্তের মধ্যে পৃথিবীর যে কোন স্হানে যে কোন সময় যোগাযোগ স্হাপনে সক্ষম। * এটা পৃথিবীর যে কোন যোগাযোগ জ্যামারকে (Communication Jammer) এড়াতে বা ফাকি দিতে সক্ষম। * এটার সাথে সার্বক্ষনিক একজন অত্যন্ত উঁচু মানের ডাক্তার থাকেন আর সেই সাথে আছে বড় ধরনের ডাক্তারি অপারেশন করার জন্য একটা পুরো দস্তুর অপারেশন থিয়েটার।

*এটার সাথে সাধারন বোয়িং ৭৪৭ এর কোন মিলই খুজে পাবেন না। কারন এটাতে প্রচুর সংস্কার করার পরই সার্ভিসে আনা হয়। ঐ সংষ্কারের অনেক কিছুই সাধারণের জানা থাকেনা। *সাধারণ ভাবে এটাকে হোয়াইট হাউসের কাছাকাছি এনড্রুজ এয়ার বেস মেরিল্যান্ডে একটা বিশাল কম্প্লেক্সে রক্ষনাবেক্ষন করা হয়: নীচের ছবি দেখুন: [img|http://media.somewhereinblog.net/images/thumbs/HELLOPOP_1330783528_11-air-force-one_Maint_Complex_at_Abdrews_Air_base_Maryland.jpg * এটা একটা কাস্টম বিল্ট মানে অর্ডার দিয়ে তৈরী যার অনেক কিছুই গোপনীয়! ** এটার দাম?? জানা নেই।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।