আমাদের কথা খুঁজে নিন

   

লালটিপ সিনেমা + পাঙ্খাটিপস ০৪

সময়ের আলোচিত সিনেমা সন্দেহ নাই। দূর্যোধনের রিভিও পইড়া হাসতে হাসতে নেটে খুজালাম পাইলাম টেইলর ইউটিউবে। দেখলাম .... দূর্যোধন বলেছেন - @ক্যামেরার কাজ দুর্দান্ত হইয়াছে,ভদ্রলোক আর কিছুদিন ক্যামেরা ধরিলে দুষ্টলোকেরা কাপড় পরিহিতার সবই দেখিয়া ফেলিবে।কি তার এনাটমি জ্ঞান !!কি উপর হইতে ,কি নিচ হইতে !বাভুল,তুই বুখে আয় ! যাহা বুঝিলাম ....কস্টিউম নির্বাচনে/ ক্যামেরার কাজ কাজের কিছু উদাহরণ দেই - এরিয়েল পার্সপেকটিভে প‌্যারিস দেখানো হইয়াছে ছবিতে কিন্তু ফিস আই ল্যান্স ব্যবহৃত হয় নাই - যাহার ফলে দিগন্তরেখা সমান্তরাল দৃশ্যমান হয়। ফিস আই ল্যান্স ব্যবহৃত উদাহরন নীচের ছবি এরপর দেখতে পাইলাম সবুজ ঘাসে উপর দিয়া একটি মেয়ে দৌড়াইয়া আসিতেছে তাহার পরিহিত লাল রঙের পোষাক সবুজ ঘাসের সহিত সুন্দর সমন্নয় ( Complementary Colour) হইলেও পরের লং শটে পোশাকে রং পরিবর্তিত হইয়া গিয়াছে এর পরের দৃশ্যে পয়েন্ট অব ভিউ ঠিকভাবে আনতে পারে নাই নীচে ছবিতে মেয়েটি ও বিল্ডিং একই লাইনে আসে নাই..... সাবজেক্ট রুল অব থার্ডে আসলেও তাদের পোষাক কালার কম্পজিশানে নিতান্ত ব্যর্থতার পরিচয় দিয়াছে নীচের ফ্রেমে কুসুম শিকদার ও ইমনের পোষাকের রং ( Complementary Colour) হইলেও কুসুমের গলায় পেচানো বস্ত্রের রং আমার চোখে বিরক্তির উদ্রেক করিতেছে নীচের শটে পরিচালক/ ক্যামেরাম্যান আইফেল টাওয়ার পুরা দেখাইতে পারে নাই - এই শটে সেন্টর অব ইন্টারেষ্ট এবং পার্সপেকটিভ ভিউ এর দন্দ্বযুদ্ধ শুরুহয়.... এই শটে পারসন অব ইন্টারেষ্ট শক্তিশালী নয় - তবে চোখের কোনায় একটি মেয়ের পোশাক ও স্কার্টের রং এ তারতম্য পরিলক্ষিত হয়। আলোক বিন্যাস গতানুগতিক ....... এই রকম দেখি প্রতি শটে শটে পুরা ছবিতে অনেক বিচ্যুতি চোখে পরবে তার কিছু দিলাম। পুরা ছবিখানা কেমুন হইছে দেখতে তা টেইলার আর রিভিও পইড়া আন্তাজ করতেছি ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।