আমাদের কথা খুঁজে নিন

   

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৫৫

মঙ্গলবার হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে নাইজেরীয় সেনাবাহিনী। মেশিনগানসহ প্রচুর অস্ত্রশস্ত্রে সজ্জিত বোকো হারামের প্রায় ২শ’ সদস্য বামার এ অভিযানে অংশ নেয়। বাস ও পিকআপ ভ্যান নিয়ে শহরে প্রবেশ করে একযোগে হামলা চালায় তারা। প্রথমেই শহরের সেনা ব্যারাক ও পুলিশি থানাগুলোতে হামলা চালানো হয়। এরপর শহরের দুটি কারাগারে হামলা চালায়।

সেনা মুখপাত্র সগির মুসা এসব কথা জানান। হামলায় ২২ জন পুলিশ সদস্য, ১৪ জন কারা কর্মকর্তা, দুই সেনা ও চার বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানান মুসা। অপরদিকে, হামলাকারীদের পক্ষে ১৩ জন নিহত হয়েছে। ২০০৯ সালে বিদ্রোহী তৎপরতা শুরু হওয়ার পর এটা বোকো হারামের অন্যমত ভয়াবহ হামলা। ভোর পাঁচটা থেকে শুরু হওয়া পাঁচঘন্টাব্যাপী হামলায় সশস্ত্র জঙ্গিরা ১০৫ জন বন্দিকে মুক্ত করে নিয়ে যায়।

হামলাকারীদের কেউ কেউ সেনা পোষাক পরিহিত ছিলো বলে জানান মুসা। হামলা শেষে থানা, সেনা ব্যারাক ও বামার সরকারি ভবনগুলোতে অগ্নিসংযোগ করে জঙ্গিরা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.